নিজস্ব প্রতিবেদন: চলতি বছরে প্রথমবার ভারতকে হারাল শ্রীলঙ্কা। একদিনের সিরিজের প্রথম ম্যাচ হেলায় জিতে নিল তারা। রবিবার ধর্মশালায় ৭ উইকেটে টিম ইন্ডিয়াকে চূর্ণ করল থিসারা পেরেরার দল। ২০.৪ ওভারেই প্রয়োজনীয় রান তুলে ফেলেন লঙ্কার ব্যাটসম্যানরা। টানা ১২টি আন্তর্জাতিক ম্যাচ হারার পর অবশেষে জয় পেল শ্রীলঙ্কা। ঘুরে দাঁড়াল লঙ্কাবাহিনী। চলতি বছরে ভারতের বিরুদ্ধে এটাই তাদের প্রথম জয়। নিজেদের ঘরে একটাও ম্যাচে ভারতকে হারাতে পারেনি তারা। টেস্ট, ওয়ান ডে ও টি-২০-তে হেরেছে শ্রীলঙ্কা। ভারতে এসে একটাও টেস্ট ম্যাচ জিততে পারেনি।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন ধর্মশালার সবুজ পিচে বিরাটহীন ভারতীয় ক্রিকেট দলকে নাকানিচোবানি খাওয়ালেন শ্রীলঙ্কার পেসাররা। সুরাঙ্গা লাকমল তুলে নিলেন ৪টি উইকট। বস্তুত শ্রীলঙ্কার বোলিংয়ের সামনে টিকতেই পারেননি ভারতের ব্যাটাররা। এদিন টসে জিতে বোলিং নেন শ্রীলঙ্কার অধিনায়ক থিসারা পেরেরা। কোহলির অনুপস্থিতিতে দলে সুযোগ পান শ্রেয়স আইয়ার। তবে সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। একের পর এক উইকেট পড়ল। ২৯ রানেই ৭ ব্যাটসম্যান প্যাভিলিয়নে। ভাগ্যিস!  মাঠে ছিলেন মহেন্দ্র সিং ধোনি। তিনি ছিলেন বলেই এদিন লজ্জার মুখে পড়তে হল না ভারতকে। নইলে ৫০ রানের মধ্যে অল আউট হয়ে মুখ পুড়ত। মাহির ব্যাটে এল ঝকঝকে ৬৫ রান। একমাত্র তাঁকেই বেকায়দায় ফেলতে পারেনি শ্রীলঙ্কা। ধোনির পর দলের দ্বিতীয় সর্বোচ্চ রান কুলদীপ যাদবের। ১৯ রানে আউট হন তিনি। ১১২ রানে অল আউট টিম ইন্ডিয়া। একদিনের ক্রিকেট থেকে ছুটি নিয়েছেন বিরাট কোহলি। তাঁর জায়গায় দলকে নেতৃত্ব দিচ্ছেন রোহিত শর্মা। 


আরও পড়ুন- একদিনের ক্রিকেটে এক নম্বর হওয়ার হাতছানি ভারতের সামনে


১১৩ রানের লক্ষ্য দিয়ে ম্যাচ জেতা কঠিন। হলও তাই, ৩ উইকেট হারিয়ে রান তুলে নেয় শ্রীলঙ্কা। তবে এই হারে একটা আশঙ্কা উঁকি দিচ্ছে। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, ধর্মশালার সবুজ পিচে লাকমলের মতো মাঝারি মানের পেসারকে সামলাতেই হিমশিম খাচ্ছে বিশ্ব সেরা ব্যাটিং লাইন আপ। দক্ষিণ আফ্রিকার গতিময় পিচে ডেইল স্টেইন, রাবাড়াদের সামনে তো আরও খারাপ অবস্থা হবে! তার উপরে প্রয়োজনীয় প্র্যাকটিসও করতে পারছে না টিম ইন্ডিয়া।