`কাঁচা` লঙ্কা বেটে দিল টিম ইন্ডিয়া
টিটোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ২৬০ রান তুলল টিম ইন্ডিয়া।
নিজস্ব প্রতিবেদন: এক রামে রক্ষে নেই, দোসর সুগ্রীব। ইন্দোরে রোহিত শর্মা ও লোকেশ রাহুলের যুগলবন্দিতে দিশেহারা লঙ্কাবাহিনী। ২৬০ রানের বিশাল লক্ষ্য খাঁড়া করল টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কার বোলারদের নিয়ে কার্যত ছেলেখেলা করলেন রোহিত-রাহুল। টিটোয়েন্টিতে যৌথভাবে সবচেয়ে দ্রুততম শতরানকারী হলেন রোহিত শর্মা। ৩৫ বলে শতরান করলেন হিটম্যান। ১১টি বাউন্ডারি ও ৮টি সিক্সে ঝড়ের গতিতে উঠল শতরান।
একটা সময়ে মনে হচ্ছিল, টিটোয়েন্টিতেও বোধহয় দ্বিশতরান করে ফেলবেন একদিনের ক্রিকেটে তিনটে ডবল সেঞ্চুরির মালিক রোহিত শর্মা। তবে ১১৮ রানে প্যাভিলিয়নে ফেরেন। রোহিত শতরান করলেও সুযোগ নষ্ট করলেন কেএল রাহুল। মাঠেই সেঞ্চুরি ফেলে এলেন তিনি। তাঁর ব্যাট থেকে এল ৮৯ রান।
আরও পড়ুন- প্রধানমন্ত্রীর কাছ থেকে উপহার পেয়ে আপ্লুত বিরুষ্কা
জয়সূর্য, সঙ্গকারাদের সেই দল শ্রীলঙ্কার আর নেই। ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে অনভিজ্ঞতার খেসারতই দিতে হল লঙ্কাবাহিনীকে। বলে বলে বাউন্ডারি পার করলেন লোকেশ রাহুল ও রোহিত শর্মা। ধর্মশালায় প্রথম একদিনের ম্যাচেই ভারতকে বেগ দিয়েছিল শ্রীলঙ্কা।