নিজস্ব প্রতিবেদন: ইন্দোরের হোলকর স্টেডিয়ামে টিটোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বিধ্বংসী মেজাজে ছিলেন রোহিত শর্মা। ৩৫ বলে শতরান করেছেন। ছুঁয়ে ফেলেছেন টিটোয়েন্টির ইতিহাসে ডেভিড মিলারের দ্রুত শতরানের রেকর্ড। ৩৫ বলে শতরান করেছিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান। দ্বিতীয় টিটোয়েন্টি ম্যাচে রোহিত আউট হওয়ার পর একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভিডিওয় দেখা যাচ্ছে, আউট হওয়ার পর ইশারায় রোহিত শর্মা কোচকে বুঝিয়ে দিচ্ছেন, 'চার নম্বরে মাহিভাইকে পাঠান।' উইকেট কিপারের মতো ভঙ্গি করে ধোনিকে নামাতে বলছেন মুম্বইকর। 


আরও পড়ুন- ২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত ধোনিই প্রথম পছন্দ, স্পষ্ট করলেন প্রসাদ



কেরিয়ারের শুরুর দিকে লোয়ার মিডল অর্ডারে নামতেন রোহিত শর্মা। পারফরম্যান্স আহামরি ছিল না! সেখান থেকে তাঁকে ওপেনিংয়ে তুলে আনেন মহেন্দ্র সিং ধোনি। তাঁর যুক্তি ছিল, উপরে রোহিত অনেক বল খেলার সুযোগ পাবেন। এক্ষেত্রেও মাহির সিদ্ধান্ত খেটে গিয়েছে। ওপেনিংয়ে এখন রোহিত শর্মার বিকল্প ভাবা অসম্ভব। ইতিমধ্যেই এক দিনের ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে তিনটে দ্বিশতরান হাঁকিয়েছেন তিনি।