নিজস্ব প্রতিবেদন: শুরুটা ভাল করেও শেষটা ভাল হল না। ১৩৬ রানে ২ উইকেট থেকে মাত্র ২১৫ রানেই অলআউট হয়ে গেল শ্রীলঙ্কা। সর্বোচ্চ স্কোর উপুল থরাঙ্গার। ৯৫ রান করেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রবিবার তৃতীয় একদিনের ম্যাচে টসে জিতে ফিল্ডিং নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। শুরুতেই ধনুষ্কা গুণাথিলাকাকে হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। দলের হাল ধরেন সদিরা সমারাবিকরানা ও উপুল থরাঙ্গা। তাঁদের জুটিতে ওভার পিছু ৬ রান উঠছিল। তখন মনে হচ্ছিল, ভারতের জন্য কঠিন লক্ষ্য অপেক্ষা করে রয়েছে। তবে এই জুটি ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই সদিরাকে আউট করে ধাক্কা দেন যুজবেন্দ্র চহাল। এরপর উপুল থরাঙ্গাকে তুলে নেন কুলদীপ যাদব। ১৬০ রানে ৩ উইকেট খুঁইয়ে ফেলে শ্রীলঙ্কা। ভারতীয় স্পিন জুটির কাছে টিকতেই পারেননি লঙ্কার ব্যাটসম্যানরা। নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। 


আরও পড়ুন- পাকিস্তানে গুগল সার্চে জনপ্রিয় ক্রিকেটার বিরাট কোহলি


৩টি করে উইকেট নেন কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চহাল। শ্রীলঙ্কার ২১৫ রানের মধ্যে ৯৫ রান করেন থরাঙ্গা। এবং সদিরার রান ৪২। বাকিরা মিলে একশো রানও তুলতে পারলেন না।