ওয়েব ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি ভারত। শুধু গেইল নয়, ক্যারিবিয়ানদের টিম গেমকে সমীহ করছে ভারত। ফাইনালের ছাড়পত্র পেতে আর মাত্র একটি হার্ডল। মুম্বইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজ হার্ডল টপকে ইডেনে ফাইনাল খেলার ছাড়পত্র পাওয়ার লক্ষ্যে নামছে ভারত। ওয়াংখেড়ের ফ্ল্যাট ট্র্যাকে ক্রিস গেইল নয়, ধোনিরা সমীহ করছেন ক্যারিবিয়ানদের টিম গেমকে। ভারতের টিম ডিরেক্টর রবি শাস্ত্রী মনে করেন এধরনের ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজ সবসময় বিপজ্জনক।
                                    
ওয়াংখেড়ের পিচে কোহলি-রোহিত-ধাওয়ান সমৃদ্ধ ব্যাটিং লাইন আপ যেমন রবি শাস্ত্রীকে ভরসা দিচ্ছে তেমন ভারতীয় বোলিং ব্রিগেড নিয়েও আশাবাদী টিম ডিরেক্টর। তবে যুবরাজ চোটের জন্য ছিটকে যাওয়ায় বোলিং কম্বিনেশন নিয়ে কিছুটা চিন্তায় ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক। অধিনায়ক ধোনি চাইছেন নেগিকে খেলাতে। কিন্তু কোহলি-শাস্ত্রীরা আবার ব্যাটসম্যান কমাতে রাজি নন। তাদের ইচ্ছা যুবির পরিবর্তে খেলুক রাহানে অথবা মনীশ পান্ডে।