নিজস্ব প্রতিবেদন: টি-টোয়েন্টি আরও একটা শতরান করলেন রোহিত শর্মা। এনিয়ে টি-২০ ক্রিকেটে চারটি শতরান হাঁকালেন হিটম্যান। ১১১ রানে অপরাজিত থাকলেন অধিনায়ক। তাঁর চওড়া ব্যাটের সৌজন্যে ১৯৫ রানের বড় টার্গেট রাখল টিম ইন্ডিয়া। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিনই টি-টোয়েন্টিতে ভারতের সর্বোচ্চ রানের মালিক হলেন রোহিত শর্মা। ৬২ ম্যাচে বিরাট কোহলি করেছেন ২১০২ রান। সেই রান পার করলেন রোহিত। 


প্রথম ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের পর সিরিজের দ্বিতীয় টিটোয়েন্টিতে টসে জিতে আগে বোলিং নেয় উইন্ডিজ। পরপর ব্যর্থতার পর এদিন ফর্ম খুঁজে পেলেন শিখর ধবন। তবে ৪৩ রানে আউট হন তিনি। অন্যদিকে অপ্রতিরোধ্য ভারত অধিনায়ক। মাত্র ৬১ বলে ১১১ রান করলেন রোহিত। তাঁর ব্যাট থেকে এল ৭টি ছক্কা। 


শিখরের উইকেট পতনের পর দ্রুত রান তুলতে নামানো হয় ঋষভ পন্থকে। সুযোগ পেয়েও তার সদ্ব্যবহার করতে পারেননি উইকেটকিপার ব্যাটসম্যান। শেষের দিকে ঝোড়ো ব্যাটিং করেন কেএল রাহুল। ১৪ বলে ২৬ তোলেন কর্ণাটকী ডানহানি। নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ভারত তোলে ১৯৫।  


আরও পড়ুন- স্মার্টফোন অতীত, এবার বাজারে আসছে ফোল্ডেবল ফোন, দেখে নিন ছবি