ওয়েব ডেস্ক: জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচ শুরু হওয়া শুধু সময়ের অপেক্ষা। ইতিমধ্যে টস হয়ে গিয়েছে। জিম্বাবোয়ে আগের ম্যাচে জিতেছিল। সেই ম্যাচে টস হেরেও আগে ব্যাট করেছিলেন সিকন্দর রাজারা। সম্ভবত, জয়ের স্পিরিট বজায় রাখতেই এদিনও টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন জিম্বাবোয়ের অধিনায়ক। দুই দল দেখে নিন এক ঝলকে -


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভারতীয় দল - কেএল রাহুল, মনদীপ সিং, আম্বাতি রায়ডু, মণীশ পাণ্ডে, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি, অক্ষর প্যাটেল, ধবল কুলকার্নি, যশপ্রীত বুমরাহ, বারিন্দর স্রান, যজুবেন্দ্র চাহাল।


জিম্বাবোয়ে দল - চিভাভা, মাসাকাদজা, সিকন্দার রাজা, ওয়ালের, চিগুমবুরা, মুর, মুতমবোদি, ক্রিমার, মাদজিভা, মুজারবানি এবং ত্রিপানো।