ওয়েব ডেস্ক : রিও অলিম্পিকে ভারতের পদকের শেষ আশা কুস্তিগীর যোগেশ্বর দত্ত। রবিবার ফ্রিস্টাইল কুস্তির ৬৫ কেজি বিভাগে নামছেন যোগেশ্বর। লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন ভারতের এই কুস্তিগীর। গোটা দেশের মতই পদকের জন্য যোগেশ্বরের দিকে তাকিয়ে আছেন অলিম্পিকে জোড়া পদকজয়ী কুস্তিগীর সুশীল কুমার।


প্রসঙ্গত রিও অলিম্পকের শুরু থেকেই পদকের খরা ছিল ভারতের। অন্যদিকে ডোপ কেলেঙ্কারিতে জড়িয়ে কুস্তিতে ভারতের আরেক পদক সম্ভাবনা নরসিংহ যাদব চার বছরের জন্য রিং থেকে নির্বাসিত হয়েছেন। সাক্ষী মালিক ও পি ভি সিন্ধুর হাত ধরে ভারতের ঝুলিতে এসেছে ১টি ব্রোঞ্জ ও ১টি রৌপ্যপদক। এখন অপেক্ষা যোগেশ্বর দত্ত ভারতের তৃতীয় পদকটি আনতে পারেন কি না?