ওয়েব ডেস্ক: অলিম্পিক কিংবা এশিয়াডে চিন যেমন করে থাকে, গেমসের বেশিরভাগ পদক, সোনা নিয়ে চলে যায়, সাউথ এশিয়ান গেমস বা সাগে ভারত ঠিক সেরকমই করছে। সাউথ এশিয়ান গেমসে ভারত বরাবরই দাদাগিরি দেখিয়ে আসছে, কিন্তু এবার নিজের দেশে দাপট যেন আরও বেশি। গুয়াহাটিতে ১২ তম সাউথ এশিয়ান গেমসে ভারত এর মধ্যেই ১৮০টা সোনা জিতে ফেলেছে। মোট পদকের সংখ্যা ২৯৯। সেখানে পদক তালিকায় দ্বিতীয় স্থানে থাকা শ্রীলঙ্কা জিতেছে মাত্র ২৫টা সোনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বক্সিং থেকে সাঁতার। জুডো থেকে টেনিস। শ্যুটিং, তিরন্দাজি থেকে ব্যাডমিন্টন, ট্রায়থালান। সব খেলায় বেশিরভাগ সোনা ভারতের ক্রীড়াবিদরাই জিতে নিচ্ছেন। টেনিসের মত কিছু কিছু ইভেন্টে সোনা, রূপো, ব্রোঞ্জ তিনটেই জিতেছে ভারত। আগামিকাল, মঙ্গলবার শেষ হচ্ছে গুয়াহাটি সাগ। সোমবার মহিলাদের ফুটবলে নেপালকে ফাইনালে ৪-০ গোলে হারিয়ে সোনা আনলেন ভারতের মেয়েরা।  


অলিম্পিকের সময় আমেরিকা, চিন যেমন করে থাকে ভারতও সাগে ঠিক তাই করছে।