নিজস্ব প্রতিবেদন : টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচেও জিতে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করল ভারত। রবিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে ৩-০ ব্যবধানে জিতল ম্যাচ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সিরিজ জয় হয়ে গিয়েছিল আগেই। ফলে রবিবারের ম্যাচ ছিল শুধুই নিয়মরক্ষার। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। ব্যাট করতে নেমে প্রথম থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে লঙ্কাবাহিনী। ফলে চাপে পড়ে যায় তারা। আসেলা গুণরত্নে (৩৬) এবং দাসুন শানাকা (২৯) ছা়ডা আর কেউই ভারতীয় বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি। শেষে ২০ ওভারে ৭ উইকেট খুইয়ে ১৩৫ রান তোলে শ্রীলঙ্কা। ভারতের হয়ে ২টি করে উইকেট পান উনাদকর ও হার্দিক পাণ্ডিয়া। একটি করে উইকেট দখল করেন ওয়াশিংটন সুন্দর, মহম্মদ সিরাজ ও কুলদীপ যাদব।


আরও পড়ুন- কোহলি অল্প দিনের মধ্যে সব রেকর্ড ভেঙে দেবে : ওয়াকার ইউনিস


জবাবে, ৪ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় রোহিত শর্মারা। তবে, লক্ষ্য বড় না থাকলেও কিছুটা বেগ পেতে হয় ভারতকে।