জি ২৪ ঘণ্টাা ডিজিটাল ব্যুরো: টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই জ্বলে উঠলেন ভারতীর বোলার। প্রতিপক্ষ, আয়ারল্যান্ড।  ১৬ ওভারে ৯৬ রানে অলআউট আইরিশরা। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২ উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে ফেলেন হার্দিক পান্ডিয়ারা। দূরন্ত হাফ সেঞ্চুরি করলেন রোহিত শর্মা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  T20 World Cup 2024: নাম উচ্চারণে ভাঙবে দাঁত, বিশ্বকাপে খেলছেন এমনই পাঁচ, OMG!


এদিন টসে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত। শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েন আইরিশরা। তখন সবে তৃতীয় ওভার। আয়ারল্য়ান্ডের অধিনায়ক পল স্টার্লিং এবং অ্যান্ড্রু ব্যালবার্নিকে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন আর্শদীপ সিং। এরপর হার্দিকে আগুনে বোলিং উইকেট পড়তে থাকে নিয়মিত। একে একে আউট হন লোরকান টাকার, কার্টিস ক্যাম্ফার, এবং মার্ক অ্যাডায়ার। বাকি কাজ সারেন জসপ্রীত বুমরা,  সিরাজ। ৩ উইকেট নেন হার্দিক।


 



জবাব ব্য়াট করতে নেমে বিপাকে পড়ে ভারতও। রোহিতের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন বিরাট। কিন্তু মাত্র ১ রান করেই আউট হন তিনি।  রান করেন সূর্যকুমার যাদব। শেষে ত্রাতায় ভূমিকায় অবতীর্ণ হন ভারত অধিনায়ক। মাত্র ৩৬ বলে করেন ৫০ রান। 


আরও পড়ুন:  Rahul Dravid | T20 World Cup: 'এ কী পার্কেই...'! বিচিত্র অভিজ্ঞতায় বিস্মিত দ্রাবিড়, বলেই ফেললেন বিরল ঘটনা



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)