জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: টি-টোয়েন্টি সিরিজ আগেই ২-১ ব্যবধানে জেতা হয়ে গিয়েছিল। এ বার একদিনের সিরিজেও শ্রীলঙ্কাকে (Sri Lanka Women) হোয়াইটওয়াশ করল ভারতের প্রমীলাবাহিনী (India Women)। টিম ইন্ডিয়ার (Team India) অধিনায়ক হরমনপ্রীত কউরের (Harmanpreet Kaur) ব্যাট ও পূজা বস্ত্রকারের (Pooja Vastrakar) অলরাউন্ড পারফরম্যান্সের উপর ভর করে তৃতীয় একদিনের ম্যাচে ৩৯ রানে জয় পেল ভারত। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বৃহস্পতিবার পাল্লেকেলে স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আটাপাট্টু। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২৫৫ রান তোলে। ৮৮ বলে ৭৫ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেন হরমনপ্রীত। মারলেন ৭টি চার ও ২টি ছয়। তবে হরমনপ্রীত শুধু একা নয়, অর্ধ শতরান করেন পূজা বস্ত্রকার (Pooja Vastrakar)। স্লগ ওভারে ৬৫ বলে ৫৬ করেন পূজা। ৪৯ রানে আউট হন শেফালি বর্মা। যস্তিকা ভাটিয়া করেন ৩৮ বলে ৩০ রান। তিনি ৫টি চার মারেন। 



জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা একটা সময় মাত্র ১৫৫ রানে ৮ উইকেট হারায় শ্রীলঙ্কা। তবে টেল এন্ডারদের সঙ্গে নিয়ে নীলাক্ষী দলকে ২০০ রানের গণ্ডি পার করান। শেষমেশ শ্রীলঙ্কা ৪৭.৩ ওভারে ২১৬ রানে অল আউট হয়ে যায়। ফলে ১৫ বল বাকি থাকতে ৩৯ রানে ম্যাচ জেতে ভারত।


রাজেশ্বরী গায়কোয়াড় ৩৬ রানে ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন মেঘনা সিং ও পূজা। 


আরও পড়ুন: Sourav Ganguly Birthday, Sourav Ganguly At 50: কোন ভূমিকায় সবচেয়ে সফল ওঁর 'দাদি'? জানালেন সচিন তেন্ডুলকর


আরও পড়ুন: PV Sindhu, Malaysia Masters 2022: শেষ আটে পিভি সিন্ধু, সামনে কঠিন বিপক্ষ


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)