ওয়েব ডেস্ক: ডাম্বুলাতে প্রথম একদিনের ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল ভারত। বিরাট কোহলির টিম ইন্ডিয়া ম্যাচ জিতল ৯ উইকেটে। ম্যাচের নায়ক শিখর ধাওয়ান।প্রথমে ব্যাট করে ৪৩.২ ওভারে ২১৬ রান তোলে শ্রীলঙ্কা। এদিন টস জিতে শ্রীলঙ্কাকে প্রথমে ব্যাট করতে পাঠান ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। শুরুটা খারাপ করেননি শ্রীলঙ্কার দুই ওপেনার ডিকওয়ালা এবং গুনতিলকা। ডিকওয়ালা আউট হন ৬৪ রান করে। গুনতিলকা করেন ৩৫ রান। মেন্ডিসের অবদান ৩৬ রান এবং অ্যাঞ্জেলো ম্যাথুজ অপরাজিত থাকেন ৩৬ রান করে।এছাড়া শ্রীলঙ্কার আর কোনও ব্যাটসম্যান ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতে পারেননি। অক্ষর প্যাটেল ভারতীয় বোলারদের মধ্যে সবথেকে সফল। তিনি তিনটে উইকেট নিয়েছেন। দুটো করে উইকেট পেয়েছেন বুমরাহ, কেদার যাদব এবং চাহাল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন আপনিও কি ভারতীয় ক্রিকেট দলকে সচিন তেন্ডুলকরের মতই সমর্থন করেন?


জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২৮.৫ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত।শিখর ধাওয়ান শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১৩২ রানে। তাঁকে যোগ্য সঙ্গত দেন অধিনায়ক বিরাট কোহলি। বিরাট অপরাজিত থাকেন ৮২ রান করে। রোহিত শর্মা রান আউট হন ৪ রান করে।


আরও পড়ুন  ভারতে আসার আগে অস্ট্রেলিয়াকে সতর্ক করে দিলেন মাইকেল ক্লার্ক