নিজস্ব প্রতিবেদন: অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়া বধ। সফরের শুরুতেই অজিদের হারিয়ে এগিয়ে গেল বিরাটের দল। সোমবার অ্যাডিলেডে প্রথম টেস্টে জিতল ভারত। অস্ট্রেলিয়াকে তারা হারাল ৩১ রানে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এর আগে ২০০৩ সালে শেষবার অ্যাডিলেডে জিতেছিল সৌরভের টিম ইন্ডিয়া। ১৫ বছর পর সেই রেকর্ড ছুঁলেন ক্যাপ্টেন কোহলি। চতুর্থ দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ১০৪/৪। জেতার জন্য তাদের প্রয়োজন ছিল আরও ২১৯।


পঞ্চম দিনের শুরু থেকেই দাপট দেখাতে থাকেন ভারতীয় পেসাররা। ট্রাভিস হেডকে ফিরিয়ে দেন ইশান্ত শর্মা। অস্ট্রেলিয়ার ইনিংসের ৫৬.৪ ওভারে ওই উইকেট পড়ে। তখন অস্ট্রেলিয়ার রান ১১৫।


ষষ্ঠ উইকেটে শন মার্স ও পেইনের পার্টনারশিপ তৈরি করে প্রতিরোধ গড়ার চেষ্টা করছিলেন। কিন্তু তাতে জল ঢেলে দেন যশপ্রীত বুমরাহ। তাঁর বলেই কট বিহাইন্ড হন শন মার্শ (৬০)। এই উইকেটের পতনের পর থেকেই সম্ভাবনা বাড়তে থাকে ভারতের জয়ের। 


শেষপর্যন্ত সেই জয় আসে চা বিরতির আগে। অশ্বিনের বলে শেষ হল অস্ট্রেলিয়ার ইনিংস।


অস্ট্রেলিয়ায় এখনও পর্যন্ত ৫টি টেস্ট জিতেছে ভারত। সেই সংখ্যা বাড়াল বিরাটের দল। এর আগে ভারত অজিদের ঘরের মাঠে শেষবার টেস্ট জিতেছিল ২০০৮। অনিল কুম্বলের অধিনায়কত্বে পার্থে ৭২ রানে জেতে ভারত।


বিরাটের সামনে এবার বিষেণ সিং বেদীর রেকর্ড। ১৯৭৭-৭৮ সালে অস্ট্রেলিয়া সফরে গিয়ে দু'টি টেস্ট ম্যাচ জিতেছিল ভারতীয় দল। এখন দেখার বিরাট কোহলির দল সেই রেকর্ড ছুঁতে বা ভাঙতে পারে কি না!