নিজস্ব প্রতিবেদন : বৃষ্টিতে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ ভেস্তে গেলেও ইন্দোরে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। চোট সারিয়ে ভারতীয় দলে ফিরলেন ওপেনার শিখর ধাওয়ান এবং পেসার জশপ্রীত বুমরাহ। আজ আর মাত্র এক রান করতে পারলেই টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বরেকর্ড করবেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। এই মুহূর্তে  বিরাট কোহলি এবং রোহিত শর্মা দু'জনেই ২৬৩৩ রান করে যৌথভাবে এক নম্বরে রয়েছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে এই সিরিজে বিশ্রামে রয়েছেন রোহিত শর্মা। রোহিত না থাকায় এবার তাঁর ডেপুটিকে পিছনে ফেলে এককভাবে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক হওয়ার হাতছানি কিং কোহলির সামনে।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একনজরে ভারতের প্রথম একাদশ: বিরাট কোহলি(অধিনায়ক), শিখর ধাওয়ান, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, শিবম দুবে, কুলদীপ যাদব, শর্দুল ঠাকুর, নভদীপ সাইনি, জশপ্রীত বুমরাহ, ওয়াশিংটন সুন্দর।


এক নজরে শ্রীলঙ্কার প্রথম একাদশ: লাসিথ মালিঙ্গা (অধিনায়ক), দানুষ্কা গুনাথিলকা, অভিষ্কা ফার্নান্ডো, দাসুন শানাকা, কুশল পেরেরা, ধনঞ্জয়া ডি সিলভা, ইসুরু উদানা, ভানুকা রাজাপক্ষ, ওশাদা ফার্নান্দো, ওয়ানিন্দু হসারঙ্গা, লাহিরু কুমারা


#কখন শুরু ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচ?
ভারতীয় সময় সন্ধে ৭টায় শুরু হবে ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ।


#কোথায় দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কা টি-টোয়েন্টি ম্যাচ?
ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় টি-টোয়েন্টি  ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস-১ এবং স্টার স্পোর্টস-৩।


#ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচের লাইভ স্ট্রিমিং কোথায় দেখবেন?
ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটির লাইভ স্ট্রিমিং দেখা যাবে হটস্টার-এ।


আরও পড়ুন - JNU কাণ্ডের নিন্দায় গৌতম গম্ভীর-ইরফান পাঠান