নিজস্ব প্রতিবেদন : ৯০ ঘণ্টা একটানা সাইকেল চালিয়েছেন তিনি। পার হয়েছেন ১২০০ কিমি রাস্তা। এই ৯০ ঘণ্টা না ঘুমিয়ে, খুব কম সময় বিশ্রাম নিয়ে এই ম্যারাথন সাইক্লিং ইভেন্ট শেষ করেছেন ভারতীয় সেনার লেফটেন্যান্ট জেনারেল অনিল পুরি। ফ্রান্সের সব থেকে পুরনো ও ঐতিহ্যবাহী সাইক্লিং ইভেন্টে অংশ নিয়েছিলেন ৫৬ বছর বয়সী এই প্রাক্তন সেনা কর্তা। বড় চ্যালেঞ্জ ছিল। টানা ৯০ ঘণ্টা না ঘুমিয়ে সাইক্লিং করাটা মুখের কথা নয়। তিনি সেই চ্যালেঞ্জ জিতেছেন। ১২০০ কিমি প্যারিস-ব্রেস্ট-প্যারিস সার্কিট সম্পূর্ণ করেছেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


আরও পড়ুন-  উইকেটে কচ্ছপ-কামড়! ৪৫ বলে শূন্য করেও ড্রেসিংরুমের হিরো কামিন্স



২৩ অগাস্ট তিনি ১২০০ কিমির রাস্তার সার্কিট পূর্ণ করেছেন। ভারতীয় সেনার তরফে অনিল পুরিকে শুভেচ্ছা জানানো হয়েছে। ১৯৩১ সালে শুরু হয়েছিল এই ঐতিহ্যবাহী সাইক্লিং ইভেন্ট। ৩১,১২৫ জন সার্কিট পূর্ণ করেছেন এখনও পর্যন্ত। তবে ভারতীয় সেনার লেফটেন্যান্ট জেনারেল পদে থাকা কোনও অফিসার আজ পর্যন্ত এই ইভেন্টের সার্কিট পূর্ণ করেননি। অনিল পুরি প্রথম সেনা কর্তা হিসাবে এই রেকর্ড গড়লেন।