নিজস্ব প্রতিনিধি : ৩১ রানে জয়। সঙ্গে ইতিহাস। উত্তেজনা ধরে রাখতে পারলেন না। প্রবল উত্তেজনা, আনন্দের বহিঃপ্রকাশ করতে গিয়ে বেফাঁস মন্তব্য করে বসলেন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী। তাও আবার সরাসরি সম্প্রচারের সময় দেওয়া সাক্ষাত্কারে। যদিও এই প্রথম নয়। শাস্ত্রী এর আগেও একাধিকবার একাধিক জায়গায় বেঁফাস মন্তব্য করে বিতর্ক বাড়িয়েছেন। তবে এবার যেটা বললেন সেটা অশ্লীল বললেও ভুল বলা হবে না। জাতীয় দলের কোচ প্রকাশ্যে কী করে এমন শব্দোচ্চারণ করেন, তা নিয়ে উঠছে প্রশ্ন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  অ্যাডিলেডে ঋষভের স্লেজিং! ভাইরাল ভিডিও


উল্টোদিকে ছিলেন সুনীল গাওয়াস্কর। মাঠে, মাঠের বাইরে বা ধারাভাষ্যকারদের ঘরে উপস্থিত বুদ্ধি ও রসবোধের জন্য যিনি জনপ্রিয়। সেই সানি গাওয়াস্কর লাইভ টিভিতে শাস্ত্রীকে প্রশ্ন করেছিলেন, ''অজি টেল-এন্ডাররা যখন লড়াই চালাচ্ছিল, তখন কি টেনশনে ছিলে?'' যার উত্তরে শাস্ত্রী অশ্লীল শব্দ বলে বসেন। শাস্ত্রীর থেকে এতটা আগ্রাসী জবাব হয়তো গাওয়াস্করও আশা করেননি। তাই ঘটনার আকস্মিকতায় তিনিও চমকে উঠেছিলেন। এর পর আর শাস্ত্রীর উদ্দেশে কিছু বলেননি। সানির পাশেই বসেছিলেন মাইকেল ক্লার্ক, মার্ক বাউচার। শাস্ত্রীর বলা শব্দগুলো স্বাভাবিকভাবেই বুঝতে পারেননি তাঁরা। শাস্ত্রীর বলা কথার ইংরাজিতে অনুবাদ করে দিতে সানিকে অনুরোধ করেন তাঁরা। সানি অবশ্য তা করেননি। শুধু বলেন, ''এটা ফ্যামিলি চ্যানেল। আমি ওর বলা শব্দগুলোর অনুবাদ করতে পারব না।''