ওয়েব ডেস্ক: ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে হবু কোচদের মহেন্দ্র সিং ধোনির পেপটক। দলের স্বার্থে কোচ এবং অধিনায়কদের ইগো ছাড়তে বললেন প্রাক্তন ভারত অধিনায়ক। শিবিরে ধোনির বক্তব্য শুনে মুগ্ধ সবাই। জেসন গিলেসপিদের পেপ টক দিলেন মহেন্দ্র সিং ধোনি। কোচ-অধিনায়ক বিতর্কের জেরে ভারতীয় দলের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন অনিল কুম্বলে। সেই বিতর্কের পুনরাবৃত্তি আর চায় না বিসিসিআই। আর তাই ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির কোচেদের জন্য এক শিক্ষাশিবিরের আয়োজন করা হয়েছিল। সেই শিবিরের মূল আলোচ্য বিষয় ছিল কোচ-অধিনায়কের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন  যুবরাজ সিংয়ের কি দলে ফেরার সম্ভাবনা আর নেই? কী বললেন প্রসাদ?


দলের মধ্যে সুস্থ ও সুন্দর পরিবেশ কি করে গড়ে তোলা যায় তা নিয়ে বক্তব্য রাখেন মহেন্দ্র সিং ধোনি। ক্যাপ্টেন কুলের কুড়ি মিনিটের বক্তব্যের মূল বক্তব্য ছিল কোচ এবং অধিনায়ককে কিভাবে দলের স্বার্থে  ইগো দূরে সরিয়ে রেখে কাজ করতে হবে। মাহির মতে এতে ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়ে। ধোনির ভাষণে মুগ্ধ গিলেসপি জানান মাহির এই পরামর্শ কাজে লাগাতে পারলে আখেরে লাভবান হবেন কোচেরা।


আরও পড়ুন  এটাই কেরিয়ারের সবথেকে জঘন্য টেস্ট সিরিজ, বললেন দীনেশ চান্ডিমাল