দ্বিতীয় ভারতীয় হিসাবে বিশ্বের সর্বোচ্চ আগ্নেয়গিরি জয় করলেন সত্যরূপ সিদ্ধান্ত
বিশ্বের সর্বোচ্চ ৭ শৃঙ্গজয়ের পর এবার সর্বোচ্চ ৭ আগ্নেয়গিরি জয়ের লক্ষ্যে এগোচ্ছেন সত্যরূপ। সেই পথেই অন্যতম কঠিন চ্যালেঞ্জ ছিল মাউন্ট ওজোস।
নিজস্ব প্রতিবেদন: দ্বিতীয় ভারতীয় হিসাবে বিশ্বের সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট ওজোস দেল সালাদোর চূড়ায় পা রাখলেন বাঙালি পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্ত।
প্রথম ভারতীয় হিসাবে মাউন্ট ওজোস জয় করেছিলেন দক্ষিণী পর্বতারোহী মাল্লি মস্তান বাবু। এর পর সেখানে পৌঁছলেন সত্যরূপ।
অর্জেন্টিনা ও চিলের সীমান্তে মাউন্ট ওজোস বিশ্বের সর্বোচ্চ আগ্নেয়গিরি। মাউন্ট ওজোসের উচ্চতা ৬,৮৯২ মিটার।
ময়দানে ফিরেই বাজিমাত দীপার, বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন বাঙালি তনয়া
বিশ্বের সর্বোচ্চ ৭ শৃঙ্গজয়ের পর এবার সর্বোচ্চ ৭ আগ্নেয়গিরি জয়ের লক্ষ্যে এগোচ্ছেন সত্যরূপ। সেই পথেই অন্যতম কঠিন চ্যালেঞ্জ ছিল মাউন্ট ওজোস।
এর আগে কুমেরুর সর্বোচ্চ আগ্নেয়গিরি মাউন্ট সিডলে জয় করেন সত্যরূপ। সেজন্য হাড় জমানো বরফে দীর্ঘ পথ স্কি করতে হয় তাঁকে।