রিও অলিম্পিকে পদক জয়ের আশা জিইয়ে রাখলেন দুই ভারতীয় ব্যাডমিন্টন তারকা
রিও অলিম্পিকে পদক জয়ের আশা জিইয়ে রাখলেন দুই ভারতীয় শাটলার। পুরুষ ও মহিলাদের সিঙ্গলস-কোয়ার্টার ফাইনালে পৌছলেন কিদাম্বি শ্রীকান্ত ও পিবি সিন্ধু। চাইনিজ তাইপেইয়ের প্রতিদ্বন্দ্বীকে স্ট্রেট গেমে হারান সিন্ধু। সময় নেন চল্লিশ মিনিট। খেলার ফল ২১-১৩, ২১-১৫। শেষ আটে বিশ্বের দুই নম্বর চিনের ওয়াং ইহানের মুখোমুখি হবেন সিন্ধু।
ওয়েব ডেস্ক: রিও অলিম্পিকে পদক জয়ের আশা জিইয়ে রাখলেন দুই ভারতীয় শাটলার। পুরুষ ও মহিলাদের সিঙ্গলস-কোয়ার্টার ফাইনালে পৌছলেন কিদাম্বি শ্রীকান্ত ও পিবি সিন্ধু। চাইনিজ তাইপেইয়ের প্রতিদ্বন্দ্বীকে স্ট্রেট গেমে হারান সিন্ধু। সময় নেন চল্লিশ মিনিট। খেলার ফল ২১-১৩, ২১-১৫। শেষ আটে বিশ্বের দুই নম্বর চিনের ওয়াং ইহানের মুখোমুখি হবেন সিন্ধু।
আরও পড়ুন পদক তো আর চকোলেট নয় তাহলে পদকজয়ীরা সেটাকে কামড়ান কেন?
অন্যদিকে পদকের আশা জোরালো করলেন ভারতীয় শাটলার কাদম্বি শ্রীকান্ত। স্ট্রেট গেমে ডেনমার্কের প্রতিপক্ষকে হারালেন তিনি। পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে পৌছলেন শ্রীকান্ত। আর দুটো ম্যাচ জিতলেই পদক নিশ্চিত করবেন এই শাটলার।
আরও পড়ুন বাড়িতে বসে মুখ্যমন্ত্রীর সই নকল করা রীতিমতো প্র্যাকটিস করেছিলেন জোনাকি বসু!