জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: সাম্প্রতিক ভারতীয় ক্রিকেট দলের একাধিক সদস্য় ফুটবল অন্তপ্রাণ। কেউ প্রিমিয়র লিগে তো কেউ চ্য়াম্পিয়ন্স লিগে মজে থাকেন। ইউরোপিয়ান ফুটবলের রস চেটেপুটে খান ভারতীয় দলের দুই নক্ষত্র স্পিনার- রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) ও  কুলদীপ যাদব (
Kuldeep Yadav)। গত রবিবার প্রিমিয়র লিগে হেভিওয়েট ম্য়াচে মুখোমুখি হয়েছিল লিভারপুল (Liverpool vs Manchester City) ও ম্য়াঞ্চেস্টার সিটি। লিভারপুল ঘরের মাঠ অ্যানফিল্ডে এই ম্য়াচ ১-১ ড্র করে। ম্য়াচের ২৩ মিনিটে জন স্টোনসের গোলে এগিয়ে গিয়েছিল পেপ গুয়ার্দিওলার (Pep Guardiola) সিটি। বিরতিতে এক গোলে পিছিয়ে পড়া জুরগেন ক্লপের (Jurgen Klopp) শিষ্যরা দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে ম্য়াক অ্যালিস্টারের গোলে। ৫০ মিনিটে গোল শোধ করেন বিশ্বকাপ জয়ী মেসির সতীর্থ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Rohit Sharma | IPL 2025: চব্বিশেই পাকছে পঁচিশের সলতে, রোহিতের নেতৃত্বে সিংহবাহিনী! ভবিষ্যদ্বাণী মহানক্ষত্র




রুদ্ধশ্বাস ম্য়াচ দেখছিলেন অশ্বিন-কুলদীপ। নিজেদের এক্স হ্য়ান্ডেলে এই ম্য়াচ নিয়ে মতামতও জানান তাঁর। মজার ছলেই একে-অপরকে বিদ্রুপও করছিলেন। খেলার প্রসঙ্গে কুলদীপ এক জায়গায় লেখেন, 'এই অসাধারণ খেলা নিয়ে তোমার শোয়ে গিয়ে কথা বলতে ভালো লাগবে অ্যাশ ভাই।' যার উত্তরে অশ্বিন লেখেন, 'দ্রুত এই খেলাটা শিখে নেব শুধু তোমার জন্য়।' সদ্য়ই ভারত পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ খেলল ইংল্য়ান্ডের বিরুদ্ধে। রোহিত শর্মা অ্য়ান্ড কোং ৪-১ সিরিজ জিতেছে। সিরিজে অশ্বিন ও কুলদীপের যুগলবন্দি ফুল ফুটিয়েছিল। অশ্বিন পেয়েছেন ২৬ উইকেট। কুলদীপের ঝুলিতে এসেছে ১৯ উইকেট। তবে আপাতত ভারতের সামনে আর কোনও আন্তর্জাতিক অ্য়াসাইনমেন্ট নেই। অশ্বিন-কুলদীপকে দেখা যাবে নিজেদের ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএল মাতাতে। ঘটনাচক্রে ভারতের সক্রিয় ক্রিকেটারদের মধ্য়ে অশ্বিনই একমাত্র ক্রিকেট নিয়ে কথা বলেন তাঁর ইউটিউব চ্যানেলে। যা অত্য়ন্ত জনপ্রিয়। চেন্নাইয়ের স্পিনারের ক্রিকেটে অগাধ জ্ঞান। সাধে অশ্বিনকে আর ক্রিকেটের 'প্রফেসর' বলে।


আরও পড়ুন: Rishabh Pant | IPL 2024: 'আমাদের বিরাট ক্ষতি', ঋষভের বিকল্প ভাবছেন রিকি! ব্রেকিং নিউজ তুলল ঝড়


 


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)