লরিয়াস স্পোর্ট অ্যাওয়ার্ডের ধঁচে এবার ইন্ডিয়ান স্পোর্টস অ্যাওয়ার্ড
নিজস্ব প্রতিনিধি: ভারতীয় ক্রীড়া জগতের সেরাদের সম্মান জানাতে এবার বিশেষ আয়োজন। লরিয়াস স্পোর্ট অ্যাওয়ার্ডের ঢঙে এবার শুরু হতে চলেছে ইন্ডিয়ান স্পোর্টস অ্যাওয়ার্ড। এই বিশেষ পুরস্কারের নেপথ্যে রয়েছেন খোদ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। বিরাট কোহলি ফাউন্ডেশন এবং এটিকে কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার এই যৌথপ্রয়াস ভারতীয় ক্রীড়াক্ষেত্রে আনতে চলেছে ইন্ডিয়ান স্পোর্টস অ্যাওয়ার্ড। মোট ১৭টি ক্যারাগরিতে ভারতীয় ক্রীড়াবিদদের পুরস্কৃত করা হবে এখানে। সেরা হওয়ার জন্য বিভিন্ন ক্যারাগরিতে লড়াই চালাবেন সুনীল ছেত্রী, মিতালি রাজ, দীপা কর্মকার, শ্রীকান্ত, সিন্ধুর মত ক্রীড়াবিদ।
ইন্ডিয়ান স্পোর্টস অ্যাওয়ার্ডের জুরি বোর্ডে থাকছেন পুল্লেলা গোপিচাঁদ, টেনিস তারকা মহেশ ভূপতি, কিংবদন্তি অ্যাথলিট পি টি উষা, প্রাক্তন হকি অধিনায়ক অর্জুন হলপ্পা আর প্রাক্তন শুটার অঞ্জলি ভাগবত। আগামী ১১ নভেম্বর মুম্বইয়ে জমকালো অনুষ্ঠানে ক্রীড়াবিদদের পুরস্কৃত করা হবে।