নিজস্ব প্রতিবেদন: শহরে বোপান্নাদের ডেভিস কাপের প্রস্তুতি শুরু। ইতালির বিরুদ্ধে ডেভিস কাপ টাইয়ে নিজেদের আন্ডারডগ হিসাবে ধরলেও ঘাসের কোর্টে বিপক্ষকে চাপে ফেলতে চাইছে ভারতীয় শিবির।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- একদিনের ক্রিকেটে একশো উইকেট মেয়েকে উত্সর্গ করলেন মহম্মদ শামি


শহরে ডেভিস কাপের প্রস্তুতি শুরু করে দিল ভারতীয় দল। ওয়ার্ল্ড গ্রুপ কোয়ালিফায়ারে ইতালির বিরুদ্ধে টাইয়ের জন্য বুধবার থেকেই কলকাতা জিমখানার ঘাসের কোর্টে নেমে পড়লেন রোহন বোপান্না-রামকুমার রমানাথন-রা। গতবছরের জুনের পর আর ঘাসের কোর্টে খেলেননি ভারতীয় খেলোয়াড়রা। তাই অনেকটা আগেই কলকাতায় থেকে প্রস্তুতি শুরু বলে জানাচ্ছেন ভারতীয় দলের নন প্লেয়িং ক্যাপ্টেন ভূপতি। এটিপি র‍্যাঙ্কিংয়ে সেরা পঞ্চাশের মধ্যে ইতালির চারজন খেলোয়াড় আছেন। তাই নিজেদের আন্ডারডগ হিসাবে ধরলেও ঘাসের কোর্টে বিপক্ষকে চাপে ফেলতে চাইছে ভারতীয় শিবির।


আরও পড়ুন- নেপিয়ারে প্রথম একদিনের ম্যাচে কিউইদের হেলায় হারাল মিতালিরাও


বুধবার সাউথ ক্লাবের ঘাসের কোর্ট দেখে আসেন কোচ জিশান আলি। সোমবার থেকে সেখানে অনুশীলন করবেন বোপান্না-রা। রবিবার শহরে আসছে ইতালি দল।