জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: ভারতীয় ক্রিকেটে ফিরলেন সচিন। তবে তেন্ডুলকর নন, দাস। তাঁর ব্যাটে ভর করেই টানা পাঁচবার বিশ্বকাপে ফাইনালে ভারতের অনূর্ধ্ব ১৯ দল। সেমিফাইনালে হারিয়ে দিল দক্ষিণ আফ্রিকাকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  IPL 2024: সিংহাসন কাড়া হয়েছে স্বামীর, কোচকেই সোজা 'ছোবল' রোহিতঘরনীর! ইন্টারনেট জ্বলছে...


দাদারা পারেননি, ভাইয়েরা কি পারবে কাপ জিততে? এদিন সেমিফাইনালে  টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতের অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক  উদয় সাহারন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩ উইকেট নেন রাজ লিম্বানি। ৭ উইকেট হারিয়ে ২৪৪ রান করে প্রোটিয়ারা। তখনও ৭ বল বাকি। জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেট জয় তুলে নেয় ভারত। পাকা করে ফেলে ফাইনালের টিকিটও।


 



জয় অবশ্য সহজ ছিল না। দক্ষিণ আফ্রিকার বোলারদের দাপটে শুরুতে বিপাকে পড়ে ভারত। মাত্র ৩২ রানে ৪ উইকেট হারিয়ে রীতিমতো চাপে পড়ে যান ছোটরা। ১২৪ বলে ৮১ রানের দুরন্ত ইনিংস খেলেন অধিনায়ক উদয়। শচীন দাসকে সঙ্গে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া ১৯ বছরের সচিনের।


আরও পড়ুন:  Team India: বিশ্বকাপের ঠিক পরেই সিরিজ! ভারত উড়ে যাবে এই দেশে, লড়াই কুড়ি ওভারের



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp)