নিজস্ব প্রতিবেদন: করোনার (COVID-19) গ্রাসে ভারতীয় মহিলা হকি দল! কোভিড কাঁপুনি ধরিয়ে দিল। ক্যাপ্টেন রানি রামপাল (Rani Rampal) ছাড়াও টিমের আরও ৮ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। তাঁদের মধ্যে ৬ জন খেলোয়াড় ও ২ জন সাপোর্ট স্টাফ। সকলেই রয়েছেন বেঙ্গালুরুর সাই (SAI) সেন্টারে গত ২৪ এপ্রিল রানিদের করোনা পরীক্ষা হয়েছিল। সকলেই নিজদের রাজ্য থেকে বেঙ্গালুরুর শিবিরে যোগ দিয়েছিলেন কোয়ারেন্টিনে থাকার পরেই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:IPL 2021: মাস্ক এবং পিপিই কিটে ধোনিদের চেনা দায়! মুম্বই পর্ব শেষ করে CSK চলল দিল্লি

 
রানি ছাড়াও যে সাতজন খেলোয়াড় আক্রান্ত, তাঁরা হলেন গোলকিপার সবিতা পুনিয়া (Savita Punia), শর্মিলা দেবী (Sharmila Devi), নভজোত কউর (Navjot Kaur), নবনীত কউর (Navneet Kaur) ও সুশীলা (Sushila)। সাপোর্ট স্টাফদের মধ্যে ভিডিও অ্যানালিস্ট অম্রুতাপ্রকাশ ও সাইন্টিফিক অ্যাডভাইজার ওয়েন লম্বার্ডের শরীরে বাসা বেঁধেছে এই মারণ ভাইরাস। তবে সকলেই উপসর্গহীন। এই মুহূর্তে বেঙ্গালুরুতে নিভৃতবাসে রয়েছেন সকলকেই। তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। টোকিও অলিম্পিকের জন্যই সম্ভাব্য ২৫ সদস্যের টিমকে প্রস্তুতি শিবিরের জন্য বেঙ্গালুরুতে ডাকা হয়েছিল গত রবিবার। আর তারপরেই করোনার থাবা বসাল রানিদের শরীরে। এমনটাই বিবৃতি দিয়ে জানিয়েছে সাই।