Farmers` Protest: কোহলি থেকে কুম্বলে, সাইনা থেকে ববিতা; বিদেশি সমর্থনের বিরুদ্ধে সরব দেশের ক্রীড়ামহল
কৃষক আন্দোলন নিয়ে বিদেশিদের হস্তক্ষেপ যে একেবারেই পছন্দ করছেন না, তা স্পষ্ট করে দিয়েছেন প্রত্যেকেই।
নিজস্ব প্রতিবেদন: কৃষক আন্দোলন নিয়ে উত্তাল গোটা দেশ। ভারতের কৃষক আন্দোলন নিয়ে কেউ কোনও মন্তব্য কেন করছেন না? প্রশ্ন তোলেন পপস্টার রিহানা (Rihanna)। তারপর থেকেই টুইটার ট্রেন্ডিং #IndiaAgainstPropaganda। আর ভারতের তরফে টুইটার ট্রেন্ডিং-এর প্রথম সুরটি বেঁধে দেন সচিন তেন্ডুলকার। বুধবার রিহানা, থানবার্গের টুইটের বিরোধিতা করে কড়া সুরেই টুইট করেন সচিন তেন্ডুলকর।
সচিনের সুরেই টুইট করতে থাকেন ভারত অধিনায়ক বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী থেকে রোহিত শর্মা। সচিন তেন্ডুলকর, অনিল কুম্বলের টুইটকে রিটুইট করেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।
আরও পড়ুন- Kevin Pietersen বলেছিলেন 'ভালবাসার দেশ ভারত', PM Modi-র উত্তর হৃদয় জিতল
ক্রিকেটারদের পাশাপাশি পিটি ঊষা, মনিকা বাত্রা থেকে সাইনা নেহওয়াল, ববিতা ফোগতরাও বিদেশি সমর্থনের বিরুদ্ধে সরব। কৃষক আন্দোলন নিয়ে বিদেশিদের হস্তক্ষেপ যে একেবারেই পছন্দ করছেন না, তা স্পষ্ট করে দিয়েছেন প্রত্যেকেই।
আরও পড়ুন- Ind vs Eng: বড় ধাক্কা, চোট পেয়ে চেন্নাই টেস্ট থেকে ছিটকে গেলেন England ওপেনার