জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০১৮ সালে ভারত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল পৃথ্বী শ'র (Prithvi Shaw) নেতৃত্বে। তখন তাঁকে বলা হচ্ছিল ভারতীয় ক্রিকেটের 'নেক্সট বিগ থিং'। কেউ কেউ আবার বলেছিলেন আগামীর সচিন তেন্ডুলকরও (Sachin Tendulkar)। 'ক্রিকেট ঈশ্বর'ও তাঁর শহরের ছেলের প্রতিভায় মোহিত হয়ে, বাড়িতে ডেকে ডিনার করিয়ে ছিলেন। সেই ছবি রাতারাতি ভাইরালও হয়ে গিয়েছিল ২০১৯ সালে। এখনও যা পৃথ্বীর এক্স হ্য়ান্ডেলে জ্বলজ্বল করে। পৃথ্বী-সচিন সোফায় বসে। প্লেটে সাজানো বাহারি কাবাব।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: মাঠ মাতিয়েও আজ UNSOLD! ১০ দল ফিরেও তাকায়নি এই ৫ মহাতারকার দিকে, কেন এই বেহাল দশা?



পৃথ্বী তাঁর স্কিল ও টেকনিকে চোখ কপালে তুলে দিয়েছিলেন বহু ক্রিকেট পণ্ডিতের! ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৮ বছর বয়সে, টেস্ট অভিষেকেও সেঞ্চুরি করেছিলেন তিনি। ভারতীয় দলের আগামীর তারা কোথাও যেন খসে গিয়েছেন আকাশ থেকে। বিগত কয়েক বছরে পৃথ্বী যেন আর পৃথ্বীতে নেই! ক্রিকেট তাঁর জীবনে গণ্য় হয়ে গিয়েছে মুখ্য় হয়ে উঠেছে তাঁর রঙিন জীবনযাপন, নারীসঙ্গ ও বিতর্ক। কারোর মতে তিনি এখন দ্বিতীয় বিনোদ কাম্বলি! ফিটনেসের অভাব ও নিয়মশৃঙ্খলা না মানা ক্রিকেটারকে আইপিএল নিলামে আর কেউ দলে নিতেই চায়নি। ৭৫ লাখের বেস প্রাইসে থাকা ক্রিকেটারকে নিতে ইচ্ছাই প্রকাশ করেনি দলগুলো। 


 


পৃথ্বীকে নিয়ে নেটপাড়া ভরে গিয়েছে ট্রোল-মিমে। যদিও পৃথ্বীকে নিয়ে নেটপাড়ার কটাক্ষ নতুন কিছু নয়। এবার পৃথ্বীর এক ভিডিয়ো ভাইরাল হয়ে গেল। তিনি ভিডিয়োতে বলেছেন, 'যদি কেউ আমাকে ফলোই না করে থাকে, তাহলে সে আমাকে ট্রোল করবে কী করে! তার মানে তার চোখ আমার দিকে রয়েছে। আমার কাছে ট্রোলিং ভালোও নয় আবার খারাপও নয়। ক্রিকেটার এবং অনেককে নিয়েই ট্রোল হয়। আমাকে নিয়ে তৈরি সব ট্রোল ও মিম আমি দেখি। কখনও সেগুলো আঘাতও করে।' এবার দিল্লি ক্যাপিটালস অক্ষর প্যাটেল, অভিষেক পোড়েল, ট্রিস্টান স্টাবস ও কুলদীপ যাদবকে ধরে রেখেছিল। পৃথ্বীকে রাখেনি সেই টিম।   


আরও পড়ুন: মাঠ মাতিয়েও আজ UNSOLD! ১০ দল ফিরেও তাকায়নি এই ৫ মহাতারকার দিকে, কেন এই বেহাল দশা?


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)