নিজস্ব প্রতিবেদন:  পঞ্চাশ ওভারের ক্রিকেটে ভারতের যে কোনও প্রজন্মের দলকেই হারানোর ক্ষমতা রাখে ১৯৮৫ সালের ভারতীয় ক্রিকেট দল। এমনই দাবি করলেন টিম ইন্ডিয়ার কোচ রবি শাস্ত্রী। তাঁর মতে, পঁচাশির ভারতীয় দল বিরাটের দলকেও হারানোর ক্ষমতা রাখে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


রবি শাস্ত্রীর মতে, কপিলদেবের নেতৃত্বে তিরাশির বিশ্বকাপজয়ী ভারতীয় দলের তুলনায় ১৯৮৫ সালের ভারতীয় দল ছিল অনেক শক্তিশালী। কারণ হিসেবে তিনি ব্যাখ্যা করেছেন, "তিরাশির দলে অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের মিশেল ছিল। অভিজ্ঞতার দিক থেকে বিচার করলে হয়তো তিরাশির দল এগিয়ে থাকবে! কিন্তু শক্তির দিক থেকে বিচার করলে পঁচাশির দলকে সেরা দল বলতেই হবে। "


এখানেই না থেমে রবি শাস্ত্রী আরও বলেন, "সাদা বলের ক্রিকেটে ১৯৮৫ সালের দলটিকেই সবার আগে রাখব। বিরাটের দলকেও যারা হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখত। এ নিয়ে আমার কোনও সন্দেহ নেই।"


 


আরও পড়ুন- লকডাউনে মেয়ের জন্যই কি ক্রিকেটে ফিরলেন মহেন্দ্র সিং ধোনি!