শ্রীলঙ্কা সফরের আগে ভারতে কোয়ারেন্টিন পর্ব, মুম্বইতে চলে এল Shikhar Dhawan অ্যান্ড কোং
মঙ্গলবার ধাওয়ান অ্যান্ড কোং চলে এল মুম্বইতে।
নিজস্ব প্রতিনিধি: জুলাই মাসে সাদা বলের ক্রিকেট খেলতে শ্রীলঙ্কা উড়ে যাচ্ছে শিখর ধাওয়ানের (Shikhar Dhawan) টিম ইন্ডিয়া। তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-২০ সিরিজ হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। মঙ্গলবার ধাওয়ান অ্যান্ড কোং চলে এল মুম্বইতে। এখানেই বায়ো বাবলে থাকবেন তাঁরা। দ্বীপরাষ্ট্রে যাওয়ার আগে পুরো দল ১৪ দিনের কোয়ারেন্টিন পর্ব সারবে রাহুল দ্রাবিড়ের শিষ্য়রা। শ্রীলঙ্কায় যাওয়ার আগে ছ'বার আরটি-পিসিআর পরীক্ষা হবে ধাওয়ান-ভুবনেশ্বর কুমারদের।
আরও পড়ুন: IND VS NZ WTC21 Final: Wriddhiman কে রেখেই ১৫ সদস্যের দল বেছে নিল BCCI
জানা যাচ্ছে ইংল্যান্ডে যাওয়ার আগে বিরাট কোহলিরা যেরকম বিধি মেনেছেন, ধাওয়ানদেরও সেই একই 'স্ট্যান্ডার্ড ওপারেটিং প্রটোকল' মেনে চলতে হবে। চার্টার বিমানে ও বাণ্যিজিক বিমানের বিজনেস ক্লাসে চেপেই প্লেয়াররা নিজেদের শহর থেকে মুম্বইতে এসেছেন এদিন। সাতদিন গৃহবন্দি থাকার পরেই ক্রিকেটাররা একে অপরের সঙ্গে দেখা করতে পারবেন। বায়ো বাবলের মধ্যে কমন এরিয়াতে সাক্ষাৎ করার সুযোগ থাকবে তাঁদের। এরপর ধীরে ধীরে ছড়িয়ে ছিটিয়ে জিম সেশন করবে ভারত। কলম্বোতে গিয়ে খেলোয়াড়দের তিনদিনের জন্য গৃহবন্দি থেকে নিভৃতবাসে কাটাতে হবে। এরপর ট্রেনিং সেশন শুরু হবে। তারপর খেলা।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)