নিজস্ব প্রতিবেদন: অভিষেক টেস্টেই শতরান করে বাজিমাত। নিউজিল্য়ান্ডের (New Zealand) বিরুদ্ধে কানপুর টেস্টে একাদশে সুযোগ পেয়েই বাজিমাত করেছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। ম্যাচের প্রথম দিনে ব্যাট করতে নেমে অপরাজিত থেকে মাঠ ছেড়েছিলেন। এ দিন সকালেই নিজের শতরান পূরণ করেন শ্রেয়স। ১৩টি চার ও ২টি ছয়ের সাহায্যে ১০৫ রানের ইনিংস খেলেন এই তরুণ মুম্বইকর। এই ইনিংস খেলার পরই প্রশংসিত হচ্ছেন টিম ইন্ডিয়ার (Team India) এই মিডল অর্ডার ব্যাটার। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শ্রেয়স ইনিংস দেখে মুগ্ধ সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar), বিরাট কোহলি (Virat Kohli) থেকে শুরু করে রোহিত শর্মা (Rohit Sharma )। মাস্টার ব্লাস্টার টুইটারে শ্রেয়সের একটি ছবি পোস্ট করে লিখেছেন, 'দুর্দান্ত শুরু তোমার টেস্ট কেরিয়ারের। ভারতীয় ক্রিকেট দলের সাদা পোশাকে তোমাকে দেখে খুব ভাল লাগছে। আগামীর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।'  


 



প্রথম টেস্টে খেলছেন না ভারত অধিনায়ক কোহলি। তিনিও শ্রেয়সের ব্যাটিংয়ে মুগ্ধ। ইনস্টাগ্রাম স্টোরিতে কোহলি লিখেছেন, 'দারুণ পারফরম্যান্স। অভিষেকে শতরানের জন্য অনেক অনেক অভিনন্দন।'


আরও পড়ুন: INDvsNZ: 'শিষ্য' Shreyas Iyer-এর উত্থানের পরেও কেন আশঙ্কায় 'গুরু' Pravin Amre?



নিউজিল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে উড়িয়ে দেওয়ার পর চলতি টেস্ট সিরিজে বিশ্রাম নিয়েছেন রোহিত শর্মা। তিনিও শতরানকারী শ্রেয়সের প্রশংসায় পঞ্চমুখ। 'হিট ম্যান' 
টুইটারে লিখলেন, 'টেস্ট কেরিয়ার দারুণ ভাবে শুরু করলে শ্রেয়স আইয়ার।'  



একটা সময় ১০৬ রানে তিন উইকেট হারিয়ে চাপে ছিল ভারত। সেই সময় পাঁচ নম্বরে ব্যাট করতে আসেন শ্রেয়স। প্রথমে অজিঙ্কা রাহানে ও তারপর রবীন্দ্র জাদেজার সঙ্গে জুটি বাঁধেন তিনি। ভারতীয় হিসাবে ১৬তম ক্রিকেটার হলেও, কানপুরে দ্বিতীয় ভারতীয় ব্যাটার হিসেবে এই কীর্তি গড়লেন শ্রেয়স। এর আগে ১৯৬৯ সালে কানপুরের গ্রীনপার্ক স্টেডিয়ামের বাইশ গজে অভিষেক টেস্টে শতরান করেছিলেন কিংবদন্তী গুন্ডাপ্পা বিশ্বনাথ। 


চলতি টেস্টের আগে প্রবাদপ্রতিম সুনীল গাভাসকরের হাত থেকে 'টেস্ট ক্যাপ' পেয়েছিলেন এই মুম্বইকর। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)