জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রবিবার কেউটাউনের বাইশ গজে ব্লকবাস্টার ম্যাচ। আর কয়েক ঘন্টা পরেই টি-টোয়েন্টি বিশ্বকাপে (ICC Womens T20 World Cup 2023) অভিযান শুরু করতে চলেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Womens Cricket Team)। প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান (Pakistan Womens Cricket Team)। তবে বিসমাহ মাহরুফের (Bismah Maroof) বিরুদ্ধে খেলতে নামছে হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) দল। প্রথম ম্য়াচে নামার আগে কিছুটা চিন্তায় রয়েছে ভারতীয় থিঙ্কট্যাঙ্ক। কারণ অধিনায়ক হরমনপ্রীত চোট সারিয়ে খেললেও, স্মৃতি মন্ধানা (Smriti Madhana) বাঁ হাতের চোটে কাহিল। বাংলাদেশের বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচের সময় দেখা গিয়েছে যে স্মৃতির আঙুলে ব্যান্ডেজ রয়েছে। ফলে 'মাদার অফ অল ব্যাটেল'-এর এই তারকা ওপেনারের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। তাই প্রতিবেশী দেশের বিরুদ্ধে নামার আগে কিছুটা চিন্তায় ভারতের প্রমীলাবাহিনী। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কোথায় আয়োজিত হবে মেগা ম্যাচ? 


টি-টোয়েন্টি বিশ্বকাপের এই মারকাটারি ম্যাচটি নিউল্যান্ডসের কেপটাউনে খেলা হবে


আরও পড়ুন: BEN vs MP | Ranji Trophy Semi Final 2023: অনুষ্টুপের আউট নিয়ে ক্ষোভ! সৌরাষ্ট্রের বিরুদ্ধে বদলার ফাইনালে ইডেনে নামছে বাংলা


আরও পড়ুন: Anustup Majumdar | BEN vs MP: তাঁর বিতর্কিত আউট নিয়ে বঙ্গশিবিরে ক্ষোভ! ম্যাচের পর বড় কথা বললেন বাংলার 'রুকু'


কখন শুরু?                            


ভারতীয় সময় সন্ধে ৬.৩০টা থেকে খেলা শুরু হবে। তার ৩০ মিনিট আগে টস হবে


কোথায় দেখবেন?                          


স্টার স্পোর্টস নেটওয়ার্ক ও ডিডি স্পোর্টসে


অনলাইনে দেখবেন কীভাবে?                          


মোবাইল ফোনে ডিজনি প্লাস হটস্টার ও জিও টিভি অ্যাপে সরাসরি দেখা যাবে ম্যাচ



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)