নিজস্ব প্রতিনিধি : জীবনের প্রথম ম্যাচ খেলতে নামার আগে ঠিক যেমন অনুভূতি হয় তেমনই হচ্ছে তাঁর। ফারাক শুধু এটুকুই, জীবনের প্রথম ম্যাচে নামার আগে তিনি কাঁদেননি। এখন কাঁদছেন। আন্দ্রে ইনিয়েস্তা বলছেন, 'একই রকম নার্ভাস লাগছে। বারবার মনে পড়ে যাছে, এটাই তো আমার জীবনের শেষ ম্যাচ।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  রাশিয়া বিশ্বকাপের 'তিন কাঠি' কোথা থেকে আসছে জানেন?


রবিবার রিয়াল সোসিদাদের বিরুদ্ধে নামবে বার্সেলোনা। ক্লাবের জার্সিতে শেষবারের জন্য মাঠে নামবেন 'মিডফিল্ড মায়েস্ত্রো।' বিদায়ী ম্যাচের আগে তিনি যতটা না আবেগ আক্রান্ত, বিশ্ব ফুটবলের অন্য তারকারা তার চেয়ে দ্বিগুণ। সবার মুখে একই কথা, মাঝমাঠের এমন রূপকার বারসা আবার কত বছরে পাবে বলা মুশকিল।


আরও পড়ুন- রাশিয়াতেও বিশ্বকাপ জিতবে জার্মানি ?


সেই ছোট্ট বেলা থেকে বারসার জার্সিতে খেলা শুরু ইনিয়েস্তার। প্রথমে লা মাসিয়া অ্যাকাডেমি। তার পর সেখান থেকে বারসার সিনিয়র দলে সুযোগ। ৬০০ ম্যাচে ঠাঁসা কেরিয়ারে যেন রূপকথা লিখেছেন একের পর এক। এহেন ফুটবলারের বিদায়বেলা সাদা-মাটা করে রাখতে চায়নি ক্লাব। মাদ্রিদের ক্লাব ইনিয়েস্তার জন্য একটি অনুষ্ঠান আয়োজন করেছিল। নাম দিয়েছিল 'ইনফিনিট ইনিয়েস্তা'। সেই অনুষ্ঠানে এসেছিলেন বারসায় ইনিয়েস্তার একসময়কার সতীর্থ জাভি, ইয়া ইয়া তুরে, থিয়েরি হেনরিরা। ছিলেন বুঁফো, ফ্র্যান্সেসকো তোত্তির মতোরাও। প্রত্যেককে এক কথায় ইনিয়েস্তাকে বর্ণনা করতে বলা হয়েছিল। নেমার, নাদালরা আবার ভিডিও বার্তা পাঠালেন ইনিয়েস্তার জন্য। দেখে নেওয়া যাক, বারসার মাঝমাঠের জাদুকরকে নিয়ে এক কথায় কে কী বললেন-
আন্দ্রে পিরলো- বিস্ময়কর
কার্লোস পুওল- নিয়ন্ত্রক
সার্জিও রামোস- অসাধারণ
নেমার- মধ্যমণি
রিভাল্ডো- অনবদ্য 
ইকার ক্যাসিয়াস- ব্যতিক্রমী
দাভিদ ভিয়া- অনবদ্য
বুঁফো- দৃষ্টিসুখ
জাভি- সেরা
রাফায়েল নাদাল- আলাদা