নতুন বছরে নতুন জার্সি টিম ইন্ডিয়ার
নতুন জার্সিতে টিম ইন্ডিয়া। আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য ভারতীয় ক্রিকেট দলের জন্য ডিজাইন করা হুল নতুন জার্সি। ৫০ ওভার এবং টি-টোয়েন্টি ফরম্যাটে নতুন জার্সি পরেই খেলবেন কোহলি, ধোনি, যুবি, রায়না, রহানেরা। দেখুন টিম ইন্ডিয়ার ব্র্যান্ড নিউ জার্সি-
ওয়েব ডেস্ক: নতুন জার্সিতে টিম ইন্ডিয়া। আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য ভারতীয় ক্রিকেট দলের জন্য ডিজাইন করা হুল নতুন জার্সি। ৫০ ওভার এবং টি-টোয়েন্টি ফরম্যাটে নতুন জার্সি পরেই খেলবেন কোহলি, ধোনি, যুবি, রায়না, রহানেরা। দেখুন টিম ইন্ডিয়ার ব্র্যান্ড নিউ জার্সি-
পুরনোকে পাল্টে দিয়ে নতুনের পালা শুরু হয়েছে ভারতীয় ক্রিকেটে। প্রথমটা একেবারেই আইনি, লোধা কমিশনের রিপোর্ট অনুযায়ী সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়, যেখানে ভারতীয় ক্রিকেট বোর্ডে প্রশাসনিক রদবদলের শুরু। অবশ্য এর আগেই ভারতীয় দলে কোচ পরিবর্তন করে বদলটা শুরু হয়েছিল। তবে এটা আক্ষরিক অর্থে বদল নয়, কেননা ভারতীয় বোর্ডের সঙ্গে ভারতীয় কোচের চুক্তি শেষ হয়ে যাওয়ার পর কোচের পদে অন্য কেউ নিযুক্ত হবেন সেটাই স্বাভাবিক। গ্যারি কার্স্টেন, ফ্লেচার জামানার পর ভারতে কয়েকদিন চলল ডিরেক্টরশিপ। পরে কোচ হয়ে এলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার অনিল কুম্বলে। এরপর ভারতীয় ক্রিকেট যে খবরটা শোনার জন্য এখনই প্রস্তুত ছিল না, সেই পরিবর্তনটাই হল। মহেন্দ্র সিং ধোনি অবসর নিলেন অধিনায়কত্ব থেকে। ক্রিকেটে আছেন অথচ ক্যাপ্টেন হিসেবে নয় এটা কেউ কখনও ভেবেছিলেন? তবে হল এমনটাই। সব ধরনের ক্রিকেটে ভারতীয় দলের নেতা নির্বাচিত হলেন বিরাট কোহলি। এবার জার্সি বদল। ভারতীয় ক্রিকেটে মহিলা এবং পুরুষ দুই দলের জন্যই নতুন জার্সি তৈরি হল। রং এক রেখেই আরও স্পোর্টি লুকে তৈরি ভারতীয় ক্রিকেটের জার্সি।