সলমান খান বিতর্কে সচিনের দ্বারস্থ আইওএ
রিও অলম্পিকে ভারতের মুখ সলমন খান। `গুডউইল অ্যাম্বাসাডর` হিসেবে সলমনের নাম ঘোষণা হতেই দেশ জুড়ে শুরু হয়ে যায় বিতর্কের ঝড়। সল্লু মিঞাকে নিয়ে দ্বিধাবিভক্ত বলিউড থেকে ক্রীড়া জগৎ। বিতর্ক এড়াতে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন এবার সচিনের দ্বারস্থ।
ওয়েব ডেস্ক: রিও অলম্পিকে ভারতের মুখ সলমন খান। 'গুডউইল অ্যাম্বাসাডর' হিসেবে সলমনের নাম ঘোষণা হতেই দেশ জুড়ে শুরু হয়ে যায় বিতর্কের ঝড়। সল্লু মিঞাকে নিয়ে দ্বিধাবিভক্ত বলিউড থেকে ক্রীড়া জগৎ। বিতর্ক এড়াতে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন এবার সচিনের দ্বারস্থ।
সলমনের পাশাপাশি অলিম্পিকের মুখ হওয়ার জন্য সচিন তেণ্ডুলকর ও এ আর রহমানকে প্রস্তাব দিল আইওএ। আইওএ-র সহ সভাপতি তারলোচন সিং বলেন, 'অলিম্পিকে ভারতের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার জন্য আমরা সচিন তেন্ডুলকর ও এ আর রহমানের সঙ্গে কথাবার্তা বলেছি। আমরা তাঁদের জবাবের অপেক্ষা করছি। ওনাদের সঙ্গে সলমন খানও থাকবেন গুডউইল অ্যাম্বাসাডর হিসেবে।' সলমন খানকে 'গুডউইল অ্যাম্বাসাডর' করার ঘোর বিরোধী ছিলেন ভারতীয় বক্সার যোগেশ্বর দত্ত। তবে সচিন ও এ আর রহমানকে প্রস্তাব দেওয়াকে তিনি সমর্থন জানিয়েছেন।