ওয়েব ডেস্ক: এবারের আইপিএলে প্রথম দুটো ম্যাচেই হারতে হয়েছে গুজরাট লায়ন্সকে। হারের সবথেকে বড় কারণ কী? এর উত্তর শুধু দলের কোচ কিংবা অধিনায়ককেই বলতে হবে না। বলে দিতে পারবে যে কেউ। জাদেজা আর ব্রাভোর চোটের জন্য অনুপস্থিতি। কেকেআরের কাছে ম্যাচ হারার পর সুরেশ রায়নাও বলেছিলেন, '১৮০ করে ম্যাচ হারতাম না। দলে জাদেজা এবং ব্রাভো থাকলে।' দলের কোচ ব্র্যাড হজও বলে দিয়েছেন, 'জাদেজার কোনও পরিবর্ত হয় না। ও থ্রি ডি অলরাউন্ডার। যেমন ভালো বল করে, তেমন ভালো ব্যাট করে। আর তার থেকেও ভালো ফিল্ডিং করে।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন ভারতীয় ক্রিকেটের বিপ্লবী মুখ হতে পারেন সৌরভ গাঙ্গুলি


অবশেষে রায়না, হজের জন্য সুখবর। সুখবর গুজরাট লায়ন্সের সমর্থকদের জন্যও। কারণ, গুজরাটের পরের ম্যাচ ১৪ এপ্রিল রাইজিং পুনে সুপারজায়ান্টের বিরুদ্ধে। ওই ম্যাচেই গুজরাটের হয়ে চোট সারিয়ে মাঠে ফিরবেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। এই খবর জানিয়েছেন স্বয়ং গুজরাট লায়ন্সের কোচ ব্র্যাড হজ।


আরও পড়ুন  প্রিমিয়ার লিগে প্রথম চারে শেষ করার সম্ভাবনা জোরালো করল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড