ওয়েব ডেস্ক: আজ আইপিএলের দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠ ফিরোজ শাহ কোটলায় দিল্লি ডেয়ারডেভিলস খেলতে নামছে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে। লিগ টেবলের নিচের দিকে থাকা জাহির খানের দিল্লি অবশ্য তাদের শেষ ম্যাচে রাইজিং পুনে সুপারজায়ান্টের বিরুদ্ধে ৯৭ রানে বড় জয় পেয়েছে। এবারের আইপিএলের প্রথম সেঞ্চুরি এসেছে দিল্লিরই সঞ্জু স্যামসনের ব্যাট থেকে। অন্যদিকে ব্যাট হাতে ভেল্কি দেখিয়েছেন ক্রিস মরিসও। মাত্র ৯ বলে ক্রিস মরিস খেলেছেন ৩৮ রানের ইনিংস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন ইডেনে আজ লড়াই কলকাতার ব্যাটিং বনাম হায়দরাবাদের বোলিংয়ের


অন্যদিকে কিংস ইলেভেন পাঞ্জাব প্রথম দুই ম্যাচে জয় দিয়ে শুরু করেও শেষ ম্যাচে হেরে গিয়েছে কলকাতা নাইট রাইডার্সের কাছে। দিল্লির বোলাররা ভাল পারফর্ম করলেও, দলের ব্যাটসম্যানরা মোটেই ভালো ফর্মে নেই। এটাই চিন্তার বিষয় জাহির খানের দলের কাছে। উল্টোদিকে পাঞ্জাবের অধিনায়ক গ্লেন ম্যাক্সওয়েল রয়েছেন রানের মধ্যেই। কিংসের বোলিংও অবশ্য তেমন আহামরি পারফরম্যান্স করে উঠতে পারেনি প্রথম তিনটি ম্যাচে। আজও তাই লড়াইটা মূলত জাহির খানদের বোলিং বনাম ম্যাক্সওয়েল, মিলারদের ব্যাটিংয়ের। ফিরোজ শাহ কোটলায় ম্যাচ শুরু রাত আটটায়।


আরও পড়ুন হাত নেই, তবু বাইশ গজে দাপিয়ে বেড়ান কাশ্মীরের আমির হুসেন