ওয়েব ডেস্ক: আজ রাত আটটায় মোহালিতে কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। আজকের ম্যাচ দুটো দলের কাছে দুরকমভাবে গুরুত্বপূর্ণ। যে দল আজকের ম্যাচ জিতবে, তারা একেকরকম সুবিধা পাবে। এই মুহূর্তে কেকেআর ১২ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট পেয়ে লিগের পয়েন্ট টেবলের দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে কিংস ইলেভেন পাঞ্জাব ১১ ম্যাচ খেলে ৮ পয়েন্ট পেয়ে রয়েছে পাঁচ নম্বরে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন লিয়েন্ডার পেজ এবং রিয়া পিল্লাইয়ের বিবাদ মেটাতে এবার হস্তক্ষেপ সুপ্রিম কোর্টের


আজ যদি কেকেআর জেতে, তাহলে প্লে অফ তো নিশ্চিত বটেই। গ্রুপ লিগের প্রথম দুই দলের মধ্যে থাকার সম্ভাবনা বাড়বে। তাই গৌতম গম্ভীরের দল চাইবে, যেকোনও ভাবে ম্যাচটা জিততে। মাঝে দুটো ম্যাচে খারাপ পারফরম্যান্স হলেও, শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে প্রায় উড়িয়ে দিয়েছে কেকেআর। অন্যদিকে কিংস ইলেভেন পাঞ্জাবের আজ আইপিএলে টিকে থাকার লড়াই। আগের ম্যাচেই গ্লেন ম্যাক্সওয়েলের দল হেরে গিয়েছিল সুরেশ রায়নার গুজরাট লায়ন্সের কাছে। তাই আআজ যদি কিংস না জিততে পারে, তাহলে আর প্রীতি জিন্টার দলের প্লে অফে খেলার কোনও সম্ভাবনা থাকবে না। সেক্ষেত্রে চড়ান্ত হয়ে যাবে প্লে অফে যে চার দল খেলবে তাদের নাম। মুম্বই, কলকাতা, পুনে এবং হায়দরাবাদ উঠে যাবে প্লে অফে। কিংস ইলেভেন পাঞ্জাবকে যদি প্লে অফে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে হয়, তাহলে অবশ্যই আজ ম্যাক্সওয়েলদের জিততে হবে গম্ভীরের দলের বিরুদ্ধে।


আরও পড়ুন  ২০১৯-এর বিশ্বকাপে খেলার সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে মহেন্দ্র সিং ধোনির