ওয়েব ডেস্ক: দশম আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের পারফরম্যান্স এখনও পর্যন্ত দুর্দান্ত। আর এই দলগত সাফল্যের মধ্যে অনেকটাই অবদান পাণ্ডিয়া ব্রাদার্সের মানে, হার্দিক পাণ্ডিয়া এবং ক্রুনাল পাণ্ডিয়ার। দুই অলরাউন্ডার ভাই-ই ব্যাটে বলে, ধারাবাহিকভাবে ভাল পারফর্ম করে যাচ্ছেন। বিভিন্ন ম্যাচের পর দুই ভাইকে একসঙ্গে ছবি দিতেও দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। বোঝাই যায়, দুই ভাইের সম্পর্কটা দুর্দান্ত। কিন্তু তালটা বোধহয় একটু কেটেছে ইডেনে নাইট রাইডার্সকে হারিয়ে ওঠার পর। খেলার শেষে সোশ্যাল মিডিয়ায় শুরুটা করেন ছোট ভাই হার্দিক পাণ্ডিয়াই। তিনি লেখেন, 'জীবনে অনেক সময় খুব কাছের লোক অনেক কষ্ট দিয়ে ফেলে। এটা ঠিক হল না দাদা।' খানিক পরেই সোশ্যাল মিডিয়াতেই ভাই হার্দিকের কথার প্রত্যুত্তর দেন ক্রুনাল পাণ্ডিয়া। ক্রুনাল লেখেন, 'এটাকে বেশি বড় ইস্যু করে তোলার কোনও দরকার নেই।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন দিল্লির কাছে হারল পুনে কিন্তু রেকর্ড করলেন মহেন্দ্র সিং ধোনি


দুই ভাইয়ের মতান্তরের মধ্যে এবার ঢুকে পড়েন বীরেন্দ্র সেহবাগও। তিনিও সোশ্যাল মিডিয়ায় নিজের রসিক মেজাজেই লেখেন, 'বাপ বড়া না ভাইয়া, সবসে বড়া রুপাইয়া। এই গানটাকে বোধহয় তোমরা বেশি গম্ভীরভাবে নিয়ে নিয়েছো! আরে দুই ভাই নিজেদের মধ্যে লড়াই কোরো না।' এরপর সোশ্যাল মিডিয়ায় অন্তত দুজনের কথোপকথন আর এগোয়নি।


আরও পড়ুন  ফুটবলার জেরার্ড পিকে মন জিতে নিয়েছেন গোটা বিশ্বের টেনিসপ্রেমীদের