নিজস্ব প্রতিনিধি : ২০১৯ আইপিএল আদৌ দেশে হবে কি না তা নিয়ে এখনও কোনও স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। পুরোটাই নির্ভর করছে লোকসভা নির্বাচনের উপর। সেক্ষেত্রে পুরো টুর্নামেন্ট হতে পারে দক্ষিণ আফ্রিকা বা সংযুক্ত আরব আমিরশাহীতে। অথবা, কিছু ম্যাচ হতে পারে দেশের বাইরে। তবে এরই মাঝে আইপিএল নিলামের তারিখ ঘোষণা করে দিল টুর্নামেন্ট কমিটি। এমনিতেই, এই বছর প্রতিটা দল থেকে তুলনামূলক কমসংখ্যক ক্রিকেটারকে নিলামে তোলা হবে। ফলে নিলাম নিয়ে তেমন কোনো ঢাকঢাক গুড়গুড় হওয়ার কথা নয়। অন্যবারের মতো এবার কিন্তু আইপিএল নিলাম নিয়ে হইচই হওয়ার কথা নয়। কিন্তু আইপিএল কমিটি তবুও দুদিনের নিলাম পর্ব রাখতে চাইছে। আর সেই জন্য ১৭ ও ১৮ ডিসেম্বর আইপিএলের নিলাম-পর্ব ঘোষণা করেছে আইপিএল কমিটি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  মুম্বইয়ের লোকাল ট্রেনে রবি শাস্ত্রী! ভারতীয় দলের কোচ সম্পর্কে নিজেদের অবস্থান বোঝালেন সমর্থকরা


২০০৯-এ গোটা আইপিএল আয়োজিত হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। তার পর ২০১৪ আইপিএলে কিছু ম্যাচ আয়োজিত হয় সংযুক্ত আরব আমিরশাহীতে। এবারও সেরকমই পরিস্থিতি তৈরি হওয়ার মুখে। ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরশাহীর ক্রিকেট বোর্ডের তরফেও আইপিএল আয়োজনের ইচ্ছাপ্রকাশ করা হয়েছে। তার উপর ভেন্যু জানার আগে নিলামের তারিখ ঘোষণা হওয়ায় কোনও কোনও ফ্র্যাঞ্জাইজির কর্তারা অসন্তোষ প্রকাশ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ফ্রাঞ্চাইজি কর্তা যেমন বলছিলেন, ভেন্যু জানা থাকলে আমরা স্ট্র্যাটেজি মেনে টিম গড়তে পারতাম। কিন্তু বিসিসিআই বরাবর নিজের নিয়মে চলে। আমাদের কোনও সুযোগই দেওয়া হয় না। 


আরও পড়ুন-  ২০১৬ থেকে টানা টি-২০ সিরিজ জয়, অপ্রতিরোধ্য ভারতের সামনে কুপোকাত উইন্ডিজ


চলতি বছরের শুরুর দিকে একবার আইপিএলের নিলাম হয়েছে। ফলে এবারের নিলাম-পর্ব কার্যত সাদামাটাই হতে চলেছে। ইতিমধ্যে শিখর ধাওয়ান দিল্লির পথে পা বাড়িয়ে রেখেছেন। শিখরের বদলে দিল্লি থেকে হায়দরাবাদে যাবেন তিনজন ক্রিকেটার। এদিকে, কুইন্টন ডি কক মুম্বইতে যাচ্ছেন বলে খবর। মনদীপ সিং খেলবেন পাঞ্জাবের হয়ে। অন্যদিকে, বীরেন্দ্র শেহবাগ ও ভেঙ্কটেশ প্রসাদকে কোচিং দল থেকে সরানোর সিদ্ধান্ত নিয়েছে পাঞ্জাব।