নিজস্ব প্রতিবেদন :  বিরাট কোহলির কাজটা কি সহজ করে দিলেন চেন্নাই কোচ স্টিফেন ফ্লেমিং? বিশ্বকাপে ভারতের চার নম্বরে কে ব্যাটিং করবেন এই নিয়ে যখন পরীক্ষা নিরীক্ষা থেকে জল্পনা তুঙ্গে। ঠিক তখনই চেন্নাই কোচ স্টিফেন ফ্লেমিং বলে দিলেন আইপিএলে চার নম্বরেই খেলবেন মহেন্দ্র সিং ধোনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



ভারতীয় দলে ধোনির ব্যাটিং পজিশন পাঁচ নম্বর। কিন্তু তাঁর আইপিএলে দলে ব্যাটিং পজিশন চার নম্বর। যেটা ঠিক করে দিয়েছেন খোদ দলের কোচ ফ্লেমিং। প্রয়োজনে তাঁকে আরও ওপরের দিকে ব্যাটিং করানো হতে পারে বলেও ইঙ্গিত দিয়ে রাখলেন। ফ্লেমিং বলেন, " গত বার আইপিএলে ধোনি চার নম্বরে ব্যাট করেছিল। তবে আমরা ওকে একটু ফ্রি খেলার কথাই বলেছিলাম। এবারও তেমনই ভাবনা রয়েছে। আর ও(ধোনি) ভালো ফর্মে রয়েছে। এবার আমরা আবার একজন নতুন প্লেয়ার পেয়েছি কেদার যাদবকে। ও(কেদার) দুরন্ত ফর্মে রয়েছে এবার।"  


আরও পড়ুন - I League 2018-19: ট্রফি বিতর্ক! দোষ প্রমান হলে ট্রফি কেড়ে নেওয়া হতে পারে চ্যাম্পিয়ন চেন্নাই-এর


আইপিএলে চার নম্বরে ধোনির ব্যাটিং কিন্তু বিশ্বকাপের আগে বিরাটকে ভরসা দিতে পারে। একই সঙ্গে নির্বাচকদের কাজটাও সহজ করে দিতে পারেন একা মাহিই। কারণ সেক্ষেত্রে চার নম্বর জায়গার জন্য আর নতুন করে ভাবতে হবে না টিম ম্যানেজমেন্টকেও।