নিজস্ব প্রতিনিধি- লোকসভা নির্বাচনের জন্য একটা সময় আইপিএল দেশে হবে কিনা তা নিয়েই সংশয় দেখা দিয়েছিল। তবে বিসিসিআইয়ের তরফে শেষ পর্যন্ত জানানো হয়েছে, ভারতেই অনুষ্ঠিত হবে আইপিএল ২০১৯। যদিও অন্যবারের মতে এবার পূর্ণাঙ্গ সূচি প্রকাশিত করা হয়নি। লোকসভা নির্বাচনের দিন-ক্ষণ পাকা না হওয়ায় এখনও আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করতে পারেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএলের প্রথম দুই সপ্তাহের সূচি আপাতত প্রকাশিত হয়েছে। অর্থাত্, ক্রিকেটপ্রেমীরা আপাতত ১৭টি ম্যাচের সূচি হাতে পাচ্ছেন। আইপিএল শুরু ২৩ মার্চ। প্রথম ম্যাচে মুখোমুখি চেন্নাই-বেঙ্গালুরু। দেখে নিন প্রথম দুই সপ্তাহের সূচি-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  পুলওয়ামা হামলার প্রতিবাদে পাক ক্রিকেটারদের ছবি সরল দুই স্টেডিয়ামে, ক্ষোভ পাকিস্তানের


২৩ মার্চ, রাত ৮টা ৩০, চেন্নাই-বেঙ্গালুরু
২৪ মার্চ, বিকাল ৪টা ৩০, কলকাতা-হায়দরাবাদ
২৪ মার্চ, রাত ৮টা ৩০, মুম্বই-দিল্লি
২৫ মার্চ, রাত ৮টা ৩০, রাজস্থান-পাঞ্জাব
২৬ মার্চ, রাত ৮টা ৩০, দিল্লি-চেন্নাই
২৭ মার্চ, রাত ৮টা ৩০, কলকাতা-পাঞ্জাব
২৮ মার্চ, রাত ৮টা ৩০, বেঙ্গালুরু-মুম্বই
২৯ মার্চ, রাত ৮টা ৩০, হায়দরাবাদ-রাজস্থান
৩০ মার্চ, বিকাল ৪টা ৩০, পাঞ্জাব-মুম্বই
৩০ মার্চ, রাত ৮টা ৩০, দিল্লি-কলকাতা
৩১ মার্চ, বিকাল ৪টা ৩০, হায়দরাবাদ-বেঙ্গালুরু
৩১ মার্চ, রাত ৮টা ৩০, চেন্নাই-রাজস্থান
১ এপ্রিল, রাত ৮টা ৩০, পাঞ্জাব-দিল্লি
২ এপ্রিল, রাত ৮টা ৩০, রাজস্থান-বেঙ্গালুরু
৩ এপ্রিল, রাত ৮টা ৩০, মুম্বই-চেন্নাই
৪ এপ্রিল, রাত ৮টা ৩০, দিল্লি-হায়দরাবাদ
৫ এপ্রিল, রাত ৮টা ৩০, বেঙ্গালুরু-কলকাতা