নিজস্ব প্রতিবেদন :  সোমবার জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে রাজস্থানের বিরুদ্ধে ৩৬ বলে অপরাজিত ৭৮ রানের ইনিংস খেলে দিল্লিকে জয় এনে দিয়েছেন ঋষভ পন্থ।  পন্থকেই 'বেস্ট ফিনিশার' বলছেন দিল্লির সতীর্থ পৃথ্বি শ। ঋষভ অবশ্য মজে মহারাজে। ম্যাচ জিতিয়ে ডাগ আউটের দিকে ফিরছিলেন ঋষভ। হঠাত্ই তাঁকে কোলে তুলে নিলেন দিল্লির মেন্টর সৌরভ গঙ্গোপাধ্যায়। আর সেটাই  তাঁর কাছে বিশেষ অনুভূতি, বললেন পন্থ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



ম্যাচ শেষে ঋষভ পন্থ বলেন, "ম্যাচ জিতিয়ে মাঠের বাইরে আসার পর সবাই আমার প্রশংসা করছিলেন। কিন্তু সৌরভ স্যার যখন আমাকে কোলে তুলে নিয়েছিলেন তখন সেটা সত্যিই আলাদা একটা অনুভূতি। এই অভিজ্ঞতাটা অন্যরকম। " 



আর সৌরভ নিজেও পন্থকে কোলে তুলে নেওয়ার সেই  ছবি টুইট করে লিখেছেন,  "ঋষভ পন্থ, ইউ ডিজার্ভ দিস… ইউ আর ওয়াও।" সঙ্গে ছবিটি পন্থ এবং দলের মালিক পার্থ জিন্দালকেও ট্যাগ করেছেন সৌরভ। আসলে বহুদিন পরে আবার পুরোনো সৌরভকে দেখা গেল। ঠিক ভারতীয় দলের অধিনায়ক যখন তিনি ছিলেন ঠিক এভাবেই ক্রিকেটারদের উত্সাহিত করতেন। সেই পুরোনো ঝলকই এবার দিল্লির অন্দরমহলে ফিরিয়ে এনেছেন মেন্টর মহারাজ।    


আরও পড়ুন - বিশ্বকাপে ছ'বার ভারতের কাছে হার, তবুও হুমকি পাক অধিনায়কের