নিজস্ব প্রতিবেদন :  প্রীতির দলের গায়ে কি এবার কালো দাগ পড়ে গেল! পঞ্জাবের অন্যতম কর্ণধার নেস ওয়াদিয়া জাপানে নিষিদ্ধ ড্রাগ রাখার অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন। নিষিদ্ধ নেশার দ্রব্য সঙ্গে রাখার অপরাধে ডাকসাইটে ব্যবসায়ী নেস ওয়াদিয়ার দুই বছরের কারাদণ্ডের সাজাও ঘোষণা করেছে জাপানের আদালত। আর তাতেই বিপাকে পড়ে গিয়েছে আইপিএলের পঞ্জাব ফ্র্যাঞ্চাইজি।   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



আইপিএলে ফ্র্যাঞ্চাইজি দল গুলির জন্য যেসকল নিয়ামাবলী রয়েছে সেই নিয়ম অনুযায়ী, কোনও ফ্র্যাঞ্চাইজি দলের কোনও আধিকারিক বা মালিকের আচরণে লিগের কিংবা দলের বা ভারতীয় ক্রিকেট বোর্ডের জন্য লজ্জাজনক বা সম্মানহানিকর। সেটা মাঠে কিংবা মাঠের বাইরে হোক। সেক্ষেত্রে বোর্ড সেই ফ্র্যাঞ্চাইজিকে নির্বাসনে পাঠাতে পারে। নেস ওয়াদিয়ার সঙ্গে আইপিএলের নাম জুড়ে গিয়েছে। মাঠের বাইরের এই ঘটনা ভারতীয় বোর্ড এবং আইপিএল এর মতো মেগা টুর্নামেন্টের কাছে একটা বড় ধাক্কা। জাপানে ছুটি কাটাতে গিয়ে নিষিদ্ধ মাদক রাখার অপরাধে দু বছরের কারাদণ্ড হয়েছে নেসের। সেক্ষেত্রে নেসের অপ্রীতিকর কাণ্ডের জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে পঞ্জাবকে নির্বাসনে পাঠাতে পারে বিসিসিআই৷


আরও পড়ুন - বিরাটদের কোচ হতে পারেন পন্টিং, মত সৌরভের


বেটিং-কাণ্ডে জড়িত থাকার অপরাধে রাজস্থান এবং চেন্নাইকেও দুবছরের জন্য নির্বাসনে পাঠিয়েছিল বিসিসিআই। বোর্ডের অম্বুডসম্যান গোটা বিষয়টি খতিয়ে দেখছেন৷