নিজস্ব প্রতিবেদন- আইপিএলের প্রথম ম্যাচেই চেন্নাইয়ের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে বেঙ্গালুরু। ভাল দল গড়ার পরও মাত্র ৭০ রানে বিরাট কোহলিদের ইনিংস গুটিয়ে যাওয়ায় অবাক হয়েছেন অনেকে। আজ দ্বিতীয় ম্যাচে নামছে কলকাতা-হায়দরাবাদ। দুই দলই নিশ্চয়ই বেঙ্গালুরুর ভরাডুবি থেকে শিক্ষা নিয়েছে। তাই কলকাতা ও হায়দরাবাদ, দুই দলই সমঝে-বুঝে টিম বাছাইয়ের সিদ্ধান্ত নেবে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  হরভজনকে শুভেচ্ছা জানিয়ে মহাসমস্যায় পাকিস্তানের সাকলাইন মুস্তাক


এর আগে ১৫ বার আইপিএলে একে অপরের বিরুদ্ধে নেমেছে কলকাতা-হায়দরাবাদ। যার মধ্যে নয়বার জিতেছে কলকাতা। ছবার হায়দরাবাদ। এবার আসা যাক ইডেনে দুই দলের ম্যাচের ইতিহাসে। এর আগে কলকাতার ডেরায় হায়দরাবাদ খেলেছে সাতটি ম্যাচ। যার মধ্যে পাঁচটি ম্যাচে জিতেছে কলকাতা। গত বছর ইডেনে দুটি ম্যাচ খেলেছিল  হায়দরাবাদ। দুটিতেই হারতে হয়েছিল তাদের। যদিও এই হায়দরাবাদের কাছে গতবার কোয়ালিফায়ার ২-তে হেরেই গতবার আইপিএল থেকে ছিটকে গিয়েছিল কলকাতা। এবার তাই প্রথম ম্যাচেই দীনেশ কার্তিকের দলের সামনে রয়েছে বদলা নেওয়ার সুযোগ। প্রথমে ম্যাচে নামার আগে দেখে নেওয়া যাক আজকের ম্যাচে কলকাতা ও হায়দরাবাদের সম্ভাব্য একাদশ- 


আরও পড়ুন-  ব়্যাপ করছেন রোহিত শর্মা, হা করে দেখছে মেয়ে! ভাইরাল ভিডিও



কলকাতার সম্ভাব্য একাদশ- দীনেশ কার্তিক (ক্যাপ্টেন), শুভমান গিল, আন্দ্রে রাসেল, পীযূশ চাওলা, লকি ফার্গুসন, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণা, ক্রিস লিন, সুনীল নারিন, নীতিশ রানা, রবিন উথাপ্পা।


হায়দরাবাদের সম্ভাব্য একাদশ- কেন উইলিয়ামসন (ক্যাপ্টেন), ডেভিড ওয়ার্নার, ঋদ্ধিমান সাহা, শাকব আল হাসান, মণীশ পাণ্ডে, ইউসুফ পাঠান, বিজয় শঙ্কর, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কউল, খলিল আহমেদ। 


কেন উইলিয়ামসন চোটের জন্য অনিশ্চিত। তিনি খেলবেন কিনা শেষ মুহুর্তে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট। কেন না খেললেন ক্যাপ্টেন হবেন ভুবি।