নিজস্ব প্রতিবেদন : ৬ ম্যাচ খেলা হয়ে গেলেও আইপিএলে এখনও জয়ের মুখ দেখেনি বিরাট কোহলির বেঙ্গালুরু। শনিবার পঞ্চ নদের তীরে প্রথম জয়ের সন্ধানে বিরাট কোহলি অ্যান্ড কোম্পানি। গেইলদের হারিয়ে জয়ে ফিরতে মরিয়া চাহলরা। আজ মোহালিতে মহারণে পঞ্জাবের মুখোমুখি বেঙ্গালুরু।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



রুদ্ধশ্বাস ম্যাচে আগের ম্যাচেই মুম্বইয়ের কাছে হেরেছে পঞ্জাব। বড় রান তুলেও হারতে হয়েছে পঞ্জাবকে। রানের মধ্যে রয়েছেন রাহুল, গেইল, মায়াঙ্ক আগরওয়াল, সরফরাজ খানরা। মিলারের ফর্ম অবশ্য চিন্তায় রাখছে পঞ্জাব শিবিরকে। অন্যদিকে বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স, পার্থিব প্যাটেলরা রানের মধ্যে থাকলেও বোলিংয়ের কারণে বার বার ডুবতে হয়েছে আরসিবিকে। ৭ ম্যাচে ৮ পয়েন্ট পঞ্জাবের। এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি বেঙ্গালুরু। আইপিএলের ইতিহাসে এখনও ২২ বারের সাক্ষাতে ১২ বার জিতেছে পঞ্জাব আর ১০ বার জিতেছে বেঙ্গালুরু।শনিবারের ম্যাচে কী হতে পারে প্রথম একাদশ জেনে নিন -


পঞ্জাবের সম্ভাব্য একাদশ :  কেএল রাহুল, মায়াঙ্ক আগরওয়াল, করুণ নায়ার, ডেভিড মিলার/নিকোলাস পুরান, সরফরাজ খান, মনদীপ সিং, স্যাম কুরান, আর অশ্বিন, মুজিব উর রহমান, এম অশ্বিন, মহম্মদ শামি।


বেঙ্গালুরুর সম্ভাব্য একাদশ : বিরাট কোহলি, পার্থিব প্যাটেল,এবি ডিভিলিয়ার্স, মার্কোস স্টোইনিস, মঈন আলি, আকাশদীপ নাথ, পবন নেগি, টিম সাউদি, উমেশ যাদব, যুজবেন্দ্র চাহল, নভদীপ সাইনি।


আরও পড়ুন- IPL 2019: নো-বল বিতর্কে ধোনির পাশেই সৌরভ