নিজস্ব প্রতিবেদন : আজ ইডেনে মহারণ। কিং খানের কলকাতার মুখোমুখি প্রীতি জিন্টার পঞ্জাব। 'মাঁকড়ীয়' আবহেই আজ নন্দন কাননে 'বীরজারা'-র লড়াই। দ্বাদশ আইপিএল-এর প্রথম ম্যাচে ঘরের মাঠে হায়দরাবাদের বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে কেকেআর। অন্যদিকে প্রথম ম্যাচে জয় পেয়েছে পঞ্জাবও। বুধবার তাই একে অপরকে টেক্কা দেওয়ার লড়াই ক্রিকেটের নন্দন কাননে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



রবিবার আন্দ্রে রাশেল ঝড়ে ইডেনে জয় ছিনিয়ে নিয়েছে দীনেশ কার্তিকের দল। হায়দরাবাদের বিরুদ্ধে কুলদীপ যাদব, সুনীল নারিনের পাশাপাশি ক্রিস লিন এবং অধিনায়ক দীনেশ কার্তিকের পারফরম্যান্স তেমন আহামরি ছিল না। তবে নীতিশ রানা, আন্দ্রে রাশেলের পারফরম্যান্সে ভর করে ম্যাচ জিতে নেয় শাহরুখের দল। অন্যদিকে প্রথম ম্যাচেই রাশেলের মতো ব্যাট হাতে ঝড়ের ইঙ্গিত দিয়েছেন পঞ্জাবের ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল। বুধবার ইডেনে তাই গেইল বনাম রাশেল যুদ্ধের অপেক্ষা। আবার গেইলকে রুখতে স্বদেশীয় নারিনের অস্ত্রও তৈরি। আইপিএলের শততম ম্যাচে আজ নামছেন এই ক্যারিবিয়ান মিস্ট্রি স্পিনার। রাজস্থানের বিরুদ্ধে পঞ্জাব ম্যাচ জিতলেও বাটলারকে যেভাবে অশ্বিন আউট করেছেন তা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিনের বিরুদ্ধে। তবে তা নিয়ে এতটুকুও চিন্তিত নয় পঞ্জাব শিবির। কলকাতার বিরুদ্ধে পঞ্জাবের প্রথম একাদশে দলে ফিরতে পারেন অ্যান্ড্রু টাই এবং ডেভিড মিলার। তবে আগের ম্যাচের দলই কলকাতা অপরিবর্তিত রাখতে পারে।     


আরও পড়ুন - IPL 2019, DCvCSK: ক্রিকেটে মাতলেন 'জলের রাজা' মাইকেল ফেল্পস


এর আগে ২৩ বার আইপিএলে একে অপরের মুখোমুখি হয়েছে কলকাতা-পঞ্জাব। যার মধ্যে ১৫ বার জিতেছে কলকাতা। আর ৮ বার জিতেছে হায়দরাবাদ। এবার আসা যাক ইডেনে দুই দলের পরিসংখ্যানে। এর আগে কলকাতার ডেরায় পঞ্জাব খেলেছে ১০টি ম্যাচ। যার মধ্যে সাতটি ম্যাচে জিতেছে কলকাতা। তবে ইডেনে নামার আগে দেখে নেওয়া যাক আজকের ম্যাচে কলকাতা ও পঞ্জাবের সম্ভাব্য প্রথম একাদশ।


কলকাতার সম্ভাব্য একাদশ- দীনেশ কার্তিক (ক্যাপ্টেন), শুভমান গিল, আন্দ্রে রাশেল, পীযূশ চাওলা, লকি ফার্গুসন/কার্লোস ব্রেথওয়েট, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণা, ক্রিস লিন, সুনীল নারিন, নীতিশ রানা, রবিন উথাপ্পা।


পঞ্জাবের সম্ভাব্য একাদশ- রবিচন্দ্রন অশ্বিন(ক্যাপ্টেন), ক্রিস গেইল, কেএল রাহুল, মায়াঙ্ক আগরওয়াল, সরফরাজ খান, নিকোলাস পুরান/ডেভিড মিলার, মনদীপ সিং, স্যাম কুরান/ অ্যান্ড্রু টাই, মহম্মদ শামি, মুজিব-উর-রহমান, অঙ্কিত রাজপুত।