নিজস্ব প্রতিবেদন :  আইপিএল খেলতে ভারতে চলে এলেন কেপ টাউন বল বিকৃতি কাণ্ডে নির্বাসিত দুই অজি ক্রিকেটার ডেভিড ওয়ার্নার এবং স্টিভ স্মিথ। সাসপেনশন ওঠার কয়েকদিন আগেই শুরু হতে চলা আইপিএলে অংশগ্রহণ এবার কোনও বাধা নেই স্মিথ-ওয়ার্নারের। শনিবার হায়দরাবাদে ওয়ার্নার যোগ দিলেও রবিবার সকালে জয়পুরে পৌঁছলেন স্মিথ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


২০১৮ সালে মার্চ মাসে দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে স্যান্ডপেপার গেট বিতর্কে অভিযুক্ত থাকায় আইপিএল-এর দরজা বন্ধ হয়ে যায় স্মিথ- ওয়ার্নারের। কিন্তু এবার আর বাধা নেই তাদের খেলতে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে কনুইয়ের চোট পেলেও তা সারিয়ে এবার তৈরি স্মিথ-ওয়ার্নার দুজনেই। দুবাইয়ে জাতীয় দলের টিম মিটিয়ে উপস্থিত ছিলেন দুই তারকা। দুবাই থেকেই ভারতের বিমান ধরেন দুজনেই। শনিবার হায়দরাবাদে পৌঁছে যান ডেভিড ওয়ার্নার।



রবিবার সকালে জয়পুরে পৌঁছেই ভিডিওবার্তায় স্মিথ জানান," জয়পুরে রাজস্থান রয়্যালসে ফিরে এসে দারুন অনুভূতি হচ্ছে। আমি ভারতে খেলতে ভালোবাসি।"



আরও পড়ুন -  এফএ কাপ থেকে ছিটকে গেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড!