IPL 2019,CSKvKKR: চিপকে আজ লিগ টেবিলের শীর্ষে ওঠার লড়াইয়ে মুখোমুখি চেন্নাই-কলকাতা
মঙ্গলবারের চিপকে রাসেল ঝড় থামাতে মরিয়া চেন্নাই শিবির।
নিজস্ব প্রতিবেদন: আইপিএলে আজ মগডালে ওঠার লড়াই। চিপকে মুখোমুখি ধোনির সিএসকে আর কার্তিকের কেকেআর। পাঁচটি করে ম্যাচ খেলে দুই দলের পয়েন্টই ৮। রান রেটের বিচারে এক নম্বরে কলকাতা আর দুই নম্বরে চেন্নাই। আজ যে জিতবে সেই লিগের শীর্ষে পৌঁছে যাবে।
আগের ম্যাচেই জয়পুরে রাজস্থানকে সহজেই হারিয়েছে কলকাতা। অন্যদিকে ঘরের মাঠে পঞ্জাবকে আগের ম্যাচেই হারিয়েছে চেন্নাইও। তবে মঙ্গলবারের চিপকে রাসেল ঝড় থামাতে মরিয়া চেন্নাই শিবির। চোটের কারণে দুই সপ্তাহ মাঠের বাইরে সিএসকে-র ক্যারিবিয়ান তারকা ডোয়াইন ব্রাভো। তাই রাসেলকে থামাতে ভিন্ন পরিকল্পনা করতে হচ্ছে ক্যাপ্টেন কুলকে। তবে আইপিএলে চেন্নাইয়ের ঘরের মাঠে আটটা ম্যাচের মধ্যে মাত্র ২টিতে জিততে পেরেছে। আজ সেই পরিসংখ্যান বদল করতে মরিয়া কার্তিকের দল। কী হতে পারে আজকের মহারণে দুই দলের সম্ভাব্য একাদশ একবার দেখে নেওয়া যাক-
চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ : ফাফ দু প্লেসিস, শ্যেন ওয়াটসন, সুরেশ রায়না, আম্বাতি রায়াডু, কেদার যাদব, এমএস ধোনি, রবীন্দ্র জাদেজা, স্কট কাগেলজিন, দীপক চাহর, হরভজন সিং, ইমরান তাহির।
কলকাতার সম্ভাব্য একাদশ : সুনীল নারিন, ক্রিস লিন, রবিন উথাপ্পা, নীতিশ রানা, শুভমান গিল, দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, পীযুষ চাওলা, কুলদীপ যাদব, হ্যারি গার্নে, প্রসিদ্ধ কৃষ্ণ।
আরও পড়ুন - IPL 2019, KXIPvSRH: মোহালিতে হায়দরাবাদকে হারিয়ে লিগের থার্ড বয় এখন পঞ্জাব