নিজস্ব প্রতিবেদন : দরজায় কড়া নাড়ছে আইপিএল। প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখতে দশ দিন আগেই মরু শহরে পৌঁছে গিয়েছেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। আমিরশাহিতে বাধ্যতামূলক কোয়ারেন্টিন পর্ব শেষ হতেই কাজে নেমে পড়লেন সৌরভ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দেশে করোনা পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় শেষ পর্যন্ত বিদেশের মাটিতে আইপিএল করতে বাধ্য হয়েছে বিসিসিআই। সবদিক বিবেচনা করে সংযুক্ত আরব আমিরশাহিকে আইপিএল-এর জন্য সুরক্ষিত ভেন্যু হিসেবে বেছে নিয়েছে বিসিসিআই। আমিরশাহির তিন শহর-দুবাই, আবু ধাবি এবং শারজাতে এবছর আইপিএল-এর ম্যাচ গুলি হবে। সোমবার তিনটি আইপিএল ভেন্যুর অন্যতম শারজা ক্রিকেট গ্রাউন্ড ঘুরে দেখলেন মহারাজ। সঙ্গে ছিলেন এমিরেটস ক্রিকেট বোর্ডের কর্তারাও। ছিলেন আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেলও। আইপিএল-এর জন্য সংস্কার হওয়া শারজা স্টেডিয়ামের ব্যবস্থাপনা দেখে খুশি সৌরভ গাঙ্গুলি।


 



করোনা আবহে আইপিএল-এ স্বাস্থ্যবিধি নিয়ে কোনওরকম ফাঁকফোকর রাখতে চায় না বিসিসিআই। শারজায় লিগের ১২টি ম্যাচ রয়েছে। ২২ সেপ্টেম্বর চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস ম্যাচ দিয়েই শারজায় আইপিএল পর্বের সূচনা।


করোনাকে সামলে আইপিএল-কে সফল করতে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। পরিস্থিতির বিচারে এবারের আইপিএল অনেক বেশি চ্যালেঞ্জিং! কারণ সমস্যা ছিল একাধিক। একে করোনা, সঙ্গে স্পনসর চলে যাওয়া, তারপর দেশের বাইরে আইপিএল। সৌরভের জমানায় প্রথম আইপিএল। সব সমস্যা মিটিয়ে সফলভাবে আইপিএল আয়োজন করতে তৈরি টিম সৌরভ।


 


আরও পড়ুন - IPL 2020: আমিরশাহিতে আলি খান, মার্কিন ক্রিকেট তারকাকে বিশেষ ভিডিয়োতে স্বাগত জানাল KKR