নিজস্ব প্রতিবেদন:  শনিবার দিল্লি ক্যাপিটালসর বিরুদ্ধে ম্যাচে বিশাল ছক্কা হাঁকিয়েছে রবীন্দ্র জাদেজা। একেবারে স্টেডিয়ামের বাইরে বল। কিন্তু এরপরই যা ঘটে তা দেখে অবাক হয়েছেন অনেকে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১৮ ওভারে তুষার দেশপান্ডের বলে জাদেজা জিপ স্কোয়ার লেগে ছক্কা মারেন। যা শারজাহ স্টেডিয়ামের বাইরে বেরিয়ে যায়। রাস্তায় গিয়ে পড়ে বল। একেবারে ব্যস্ত রাস্তার মাঝে। সেসময় এক ব্যক্তি ওই বল তুলে নিয়ে চম্পট দেয়। নিজের কাছেই রেখে দেন সেই বল। 


 




৭৯ মিটারের ছয় মারে জাদেজা।  চেন্নাই সুপারকিংস প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট খুইয়ে ১৭৯ রান করে। জাদেজা ১৩ বলে ৩৩ রানে ঝড়ের মতো ইনিংস খেলেন। জাদেজার এই ৩৩ রানের মধ্যে ৪ টি ছয় ছিল।



গত মাসে একটি ম্যাচে শেষ ওভারে টম কুরেনের বলে পরপর তিনটি ছক্কা হাঁকান ধোনি । এর মধ্যে একটি বল গ্যালারি পেরিয়ে গিয়ে পাশের রাস্তায় পড়ে। ক্যামেরায় ধরা পড়ে এক ভাগ্যবান ব্যক্তি সেই বলটি কুড়িয়ে পেয়ে হাতে নিয়ে বাড়ি চলে যান ।